বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ছেলের বিয়ে দিলেন আসিফ আকবর, ঘরে এল নতুন পুত্রবধূ শ্রেয়সী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১১:৫৯ পিএম

শেয়ার করুন:

ছেলের বিয়ে দিলেন আসিফ আকবর, ঘরে এল নতুন পুত্রবধূ শ্রেয়সী
আসিফ আকবরের ছোট ছেলের বিয়ে সম্পন্ন।

জনপ্রিয় সংগীতশিল্পী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক আসিফ আকবর-এর ঘরে বইছে উৎসবের আমেজ। বিয়ের পিঁড়িতে বসলেন তার ছোট ছেলে শাফায়াত আসিফ রুদ্র।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে ভক্তদের এই সুখবরটি নিজেই জানিয়েছেন সংগীতের এই যুবরাজ।


বিজ্ঞাপন


নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মঙ্গলবার পারিবারিক মুহূর্তের কিছু ছবি শেয়ার করেন আসিফ আকবর। সেখানে তিনি জানান, তার ছোট ছেলে রুদ্র বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তার পুত্রবধূর নাম লামিয়া তানজিম শ্রেয়সী, যার বাবা বাদল শাহরিয়ার। রুদ্র ও শ্রেয়সীর নতুন জীবনের শুরু উপলক্ষে ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন এই গায়ক।

আসিফ আকবর তার পোস্টে কিছুটা অপূর্ণতার কথাও জানিয়েছেন। ৩ বছর আগে তিনি তার বড় ছেলে শাফকাত আসিফ রণ-এর বিয়ে দিয়েছিলেন। রণ বর্তমানে কানাডার টরন্টোতে একটি ব্যাংকে সাইবার সিকিউরিটি বিশেষজ্ঞ হিসেবে কর্মরত।

চাকরির ব্যস্ততায় ছুটি না পাওয়ায় ছোট ভাইয়ের বিয়েতে সশরীরে উপস্থিত থাকতে পারেননি রণ। অন্যদিকে, পরীক্ষার কারণে তার স্ত্রী ইসমাত শেহরীন ঈশিতাও টরন্টোতেই আটকে আছেন। বড় ছেলে ও বৌমার অনুপস্থিতি এই আনন্দঘন মুহূর্তে বেশ মিস করছেন বলে আবেগঘন কণ্ঠে জানিয়েছেন আসিফ।

আসিফ আকবরের শেয়ার করা ছবির নিচে নেটিজেনরা নবদম্পতিকে শুভেচ্ছা ও ভালোবাসায় ভাসিয়ে দিচ্ছেন। ভক্তদের উদ্দেশে ভালোবাসা জানিয়ে আসিফ আকবর লেখেন:


বিজ্ঞাপন


‘সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। ভালোবাসা অবিরাম।’

/একেবি/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর