মঙ্গলবার, ২৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ধর্মের দোহাই দিয়ে মানুষ মেরে ফেলার অধিকার আপনার নাই: চমক

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৫ পিএম

শেয়ার করুন:

বেটার কোয়ালিটির ভিডিও দিচ্ছি একটু পরেই : চমক
রুকাইয়া জাহান চমক

অভিনয়ের পাশাপাশি সামাজিক মাধ্যমে নিয়মিত অভিনেত্রী রুকাইয়া জাহান চমক। মত প্রকাশ করে থাকেন সমসাময়িক বিভিন্ন ইস্যুতে। এবার তিনি মত প্রকাশ করলেন ময়মনসিংহের ভালুকায় সনাতন ধর্মাবলম্বী যুবক দিপু চন্দ্র দাসকে হত্যার পর লাশ পুড়িয়ে দেওয়ার ঘটনা নিয়ে। 

চমকের মতে, সব ধর্ম ও পেশার সমান অধিকার নিশ্চিত না করতে পারলে বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে। 


বিজ্ঞাপন


মঙ্গলবার (২৩ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টে চমক লিখেছেন, ‘বাংলাদেশে ধর্ম কি একটাই? অন্য ধর্ম কি বাংলাদেশে নিষিদ্ধ? যদি না হয়ে থাকে, তাহলে তাদের জন্যও তো রাজনৈতিক সংগঠন প্রয়োজন। তা নাহলে এই সাম্প্রদায়িক একপাক্ষিক ন্যারেটিভ কোনো দিনও বন্ধ হবে না।’ 

chamak_hl

অভিনেত্রী যোগ করেন, ‘সব ধর্ম ও পেশার সমান অধিকার নিশ্চিত না করতে পারলে, বাংলাদেশ রাষ্ট্র হিসেবে ব্যর্থ হবে।’ 


বিজ্ঞাপন


চমক মনে করেন, সৃষ্টিকর্তার দোহাই দিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করা ধর্ম নয়, বরং তা ক্ষমতা ও অর্থ লুটের একটি হাতিয়ার মাত্র। অভিনেত্রীর কথায়, ‘স্রষ্টা যদি সবরকমের মানুষ তৈরি করে তাদেরকে পৃথিবীতে বসবাস করতে দেন, সেখানে তাঁদেরকে ধর্মের দোহাই দিয়ে মেরে ফেলার অধিকার আপনার নাই। যদি আপনি তা করে থাকেন, তাহলে ধর্ম কেবলই আপনার কাছে একটা ধান্দা, একটা হাতিয়ার-ক্ষমতা ও টাকা আত্মসাতের।’ 

অভিনেত্রীর এই স্ট্যাটাসের সঙ্গে অনেকেই একমত পোষণ করেছেন। তবে চমককে নেটিজেনদের মন্তব্যের কোনো প্রতিক্রিয়া দিতে দেখা যায়নি। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর