সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইত্যাদিতে গাইলেন পান্থ কানাই, সঙ্গে বিউটি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২৫, ০৫:০১ পিএম

শেয়ার করুন:

ইত্যাদিতে গাইলেন পান্থ কানাই, সঙ্গে বিউটি 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির কোনো পর্বেই বৈচিত্রের ঘাটতি থাকে না। আয়োজনের জন্য প্রতিবারই বেছে নেওয়া হয় গুরুত্বপূর্ণ স্থান। কখনও তার সঙ্গে সম্পর্ক থাকে ইতিহাসের পাতার আবার কখনও দৃশ্যধারণ করা হয় চোখ জুড়ানো প্রাকৃতিক সৌন্দর্যমন্ডিত কোনো স্থানে। এবারের ইত্যাদির আসর বসেছে ইতিহাস-ঐতিহ্যে সমৃদ্ধ প্রাচীন জনপদ চুয়াডাঙ্গায়। এতে গান করেছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই।

পান্থ কানাইয়ের সঙ্গে কণ্ঠ দিয়েছেন লোকসংগীতশিল্পী বিউটি। গানটির কথা লিখেছেন গীতিকবি মোহাম্মদ রফিকউজ্জামান, সংগৃহীত সুরে সংগীতায়োজন করেছেন মেহেদী।


বিজ্ঞাপন


অনুষ্ঠানের শুরুতে আরেকটি গান আছে। এটি চুয়াডাঙ্গার কৃষ্টিকথা ও ইতিহাসগাথা নিয়ে একটি পরিচিতিমূলক গান। সঙ্গে রয়েছে নৃত্য। শাহ আলম সনির কথায় গানটির সুর করেছেন হানিফ সংকেত, সংগীতায়োজন করেছেন মেহেদী। পরিবেশন করেন স্থানীয় নৃত্যশিল্পীরা। নৃত্যটির কোরিওগ্রাফি করেন এস কে জাহিদ, কণ্ঠ দেন রাজিব ও তানজিনা রুমা।

দর্শকপর্বের নিয়ম অনুযায়ী ধারণস্থান চুয়াডাঙ্গাকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে উপস্থিত দর্শকদের মধ্য থেকে চারজনকে নির্বাচন করা হয়। নির্বাচিত দর্শকদের নিয়ে চিঠি ও রেললাইন বিষয়ক বহুশ্রুত, হৃদয়ছোঁয়া কয়েকটি জনপ্রিয় গান দিয়ে সাজানো হয় এই উপভোগ্য পর্বটি।

এবারের ইত্যাদিতে অংশ নিয়েছেন অসংখ্য জনপ্রিয় শিল্পী। তাদের মধ্যে উল্লেখযোগ্য—সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, জিল্লুর রহমান, আবদুল্লাহ রানা, আব্দুল আজিজ, আমিন আজাদ, কাজী আসাদ, মুকিত জাকারিয়া, আনোয়ার শাহী, শাহেদ আলী, জামিল হোসেন, আনন্দ খালেদ, আশরাফুল আলম সোহাগ, তারিক স্বপন, মুকুল সিরাজ, সুর্বণা মজুমদার, আবু হেনা রনি, বিলু বড়ূয়া, রতন খান, মঞ্জুর আলম, আসমা পাঠান রুম্পা, জাহিদ চৌধুরী, নূরে আলম নয়ন, সাজ্জাদ সাজু, সুজাত শিমুল, নজরুল ইসলাম, শাওন মজুমদার, সাবরিনা নিসা, হানিফ পালোয়ান, বেলাল আহমেদ মুরাদসহ আরও অনেকে।

গণমানুষের প্রিয় অনুষ্ঠান ইত্যাদি আগামী ২৬ ডিসেম্বর, শুক্রবার রাত ৮টার বাংলা সংবাদের পর প্রচারিত হবে বাংলাদেশ টেলিভিশনে। বরাবরের মতোই রচনা, পরিচালনা ও উপস্থাপনায় আছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর