২০২৪ সালে, ওয়ারফেজ উদ্যাপন করে তাদের ৪০ বছরের সংগীতজীবন। সেই উদ্যাপনের অংশ হিসেবে দলটি ঘোষণা দিয়েছিল–শুধু দেশে নয়, বিদেশেও করবে বছরব্যাপী কনসার্ট সফর। তারই ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং কানাডায় তাঁদের ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ করে যাচ্ছিল ওয়ারফেজ। এবার ভক্তদের জন্য মন খারাপের খবর দিল ব্যান্ডটি। হঠাৎ করে ব্যান্ডের পক্ষ এলো কনসার্ট ট্যুর স্থগিত করার ঘোষণা।
ওয়ারফেজ এক বিবৃতিতে বলেছে, ২০২৪ সালে যুক্তরাষ্ট্রে, ২০২৫ সালের শুরুতে অস্ট্রেলিয়ায় এবং একই বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে কানাডায় সফলভাবে এই লিগ্যাসি ট্যুর সম্পন্ন হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, চলতি বছরের অক্টোবরের শেষ দিকে বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর আয়োজনের প্রস্তুতি চলছিল। এ লক্ষ্যে কয়েকটি ইভেন্ট ম্যানেজমেন্ট এজেন্সির সঙ্গে আলোচনাও প্রায় চূড়ান্ত পর্যায়ে ছিল।
বিজ্ঞাপন

আসন্ন জানুয়ারি মাসে একটি বড় পরিসরের গালা কনসার্ট আয়োজনের প্রস্তুতিও নেওয়া হচ্ছিল। সেই কনসার্টে অংশগ্রহণের জন্য বিভিন্ন শিল্পীর সঙ্গে আলোচনা করা হয়েছিল এবং তাঁরা আগ্রহও প্রকাশ করেছিলেন। স্পন্সরদের পক্ষ থেকেও ইতিবাচক সাড়া পাওয়া গিয়েছিল।
বিবৃতিতে ব্যান্ডদলটি জানায়, গত কয়েক মাস ধরে দেশের সার্বিক পরিস্থিতি অনুকূলে না থাকায় পরিকল্পনা অনুযায়ী এই আয়োজন বাস্তবায়ন করা সম্ভব হয়নি। প্রয়োজনীয় অনুমতি পাওয়া যাচ্ছে না, আবার অনেক ক্ষেত্রে শেষ মুহূর্তে কনসার্ট স্থগিত বা বাতিল হয়ে যাচ্ছে। এতে শিল্পী ও আয়োজকরা আর্থিক ও পেশাগতভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়ছেন, যার উদাহরণ সাম্প্রতিক সময়েই দেখা গেছে। এই বাস্তবতা এবং সামগ্রিক ঝুঁকি বিবেচনা করেই ‘ফোরটি ইয়ার্স লিগ্যাসি কনসার্ট ট্যুর’ ও গালা কনসার্ট স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে ওয়ারফেজ।

বিজ্ঞাপন
বিবৃতিতে আরও বলা হয়েছে, ব্যান্ডের সদস্যরা আশা করছেন— আগামী বছরের শেষ দিকে পরিস্থিতি স্বাভাবিক হলে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে নতুন করে বিষয়টি মূল্যায়ন করে কনসার্ট আয়োজনের চেষ্টা করা হবে। বর্তমান বাস্তবতায় বাংলাদেশে নেশনওয়াইড ট্যুর ও গালা কনসার্ট আয়োজন করতে না পারায় প্রিয় ভক্তদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে ব্যান্ডটি।
বলে রাখা ভালো, ‘ওয়ারফেজ’-এর জনপ্রিয় গানগুলোর মধ্যে রয়েছে ‘অবাক ভালোবাসা’, ‘বসে আছি একা’, ‘জীবনধারা’, ‘অসামাজিক’, ‘পূর্ণতা’, ‘মৌনতা’।
ইএইচ/

