শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মিমি-অঙ্কুশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১২:০৫ পিএম

শেয়ার করুন:

মিমি- অঙ্কুশের কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত

পর্দায় টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবং অভিনেতা অঙ্কুশ হাজরার রসায়ন বেশ জমজমাট। পর্দার বাইরে তাঁদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। সম্প্রতি দুই তারকার বিরুদ্ধে নিষিদ্ধ অনলাইন জুয়া খেলার অ্যাপের প্রচার করে বিপুল অবৈধ অর্থ উপার্জনের অভিযোগ ওঠে। মাস দুই আগে জুয়া কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকে। এবার টলিউডের জনপ্রিয় তারকা যুগলের সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় সাময়িক ক্রোক আদেশ জারি করে তাঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইডির দাবি, বাজেয়াপ্ত করা অর্থ ও সম্পত্তি ‘অপরাধলব্ধ আয়’ (অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে অর্জিত) বা proceeds of crime-এর সঙ্গে যুক্ত। 

1607599734

এ মামলার মূলে রয়েছে বেআইনি বেটিং প্ল্যাটফর্‌ম ১এক্সবেট (1xBet)। ইডি ধারণা করছে, এই অনলাইন বেটিং চক্রের মাধ্যমে প্রায় হাজার কোটি রুপিরও বেশি লেনদেন হয়েছে। সেই অর্থ পাচারের অভিযোগেই দীর্ঘদিন ধরে তদন্ত চলছে। পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, অঙ্কুশের ৪৭ লক্ষ ও মিমির ৫৯ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।

এর আগে জুয়া কাণ্ডের জড়িত থাকার অভিযোগে একাধিক বলিউড, দক্ষিণী এবং টলিউড তারকাদের জিজ্ঞাসাবাদ করেছে ইডি। বেআইনি অ্যাপের প্রচারের মামলায় ক্রিকেটার শিখর ধাওয়ান ও সুরেশ রায়নার প্রায় ১১.১৪ কোটি রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করেছিল কেন্দ্রীয় তদন্ত সংস্থা। 


বিজ্ঞাপন


মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরার সম্পত্তি বাজেয়াপ্ত করার ঘটনা ঘিরে রাজনৈতিক ও বিনোদন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে। মিমি চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সাংসদ। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর