দেশের জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম বঙ্গর প্রযোজনায় বহুল প্রতীক্ষিত গেম শো ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর ‘লাইফস্টাইল পার্টনার’ হিসেবে চুক্তিবদ্ধ হয়েছে সুন্দরা। সিজন ১-এর সফলতার ধারাবাহিকতায়, আন্তর্জাতিক মানের এই বিউটি রিটেইলার ব্র্যান্ডটি দ্বিতীয়বারের মতো এই শো-এর সঙ্গে যুক্ত হলো।
সম্প্রতি বঙ্গর প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চুক্তি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুন্দরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন। বঙ্গর পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিজ্ঞাপন
সিজন ১-এর অভাবনীয় সাফল্যের পর উভয় প্রতিষ্ঠানই এই পার্টনারশিপটি এগিয়ে নেওয়ার ব্যাপারে ইতিবাচক ছিল। সুন্দরা দীর্ঘ সময় ধরে বঙ্গর একটি বিশ্বস্ত সহযোগী এবং এই চুক্তি সেই সম্পর্কেরই প্রতিফলন।
এই পার্টনারশিপ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বঙ্গ থেকে জানানো হয়, সুন্দরার মতো একটি প্রিমিয়াম ব্র্যান্ডকে আবারও আমাদের সঙ্গে পেয়ে আমরা আনন্দিত। সিজন ১-এ আমাদের যৌথ যাত্রা দারুণ ছিল এবং আমরা বিশ্বাস করি, সিজন ২-এ দর্শকদের জন্য আমরা আরও ভালো কিছু নিয়ে আসতে পারব।
অন্যদিকে, সুন্দরার বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার থমাস ক্যাসিন বলেন, ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশের প্রথম সিজনে দর্শকদের যে সাড়া আমরা পেয়েছি, তা ছিল অভূতপূর্ব। বঙ্গর সঙ্গে আমাদের পার্টনারশিপ সবসময়ই উপভোগ্য। সিজন ২-এর মাধ্যমে বাংলাদেশের পরিবারগুলোর আনন্দ আর লাইফস্টাইলের অংশ হতে পেরে আমরা গর্বিত।’
পুরোদমে শুরু হয়েছে ‘আইগ্যাস ইউনাইটেড’ নিবেদিত ‘ফ্যামিলি ফিউড বাংলাদেশ’ সিজন ২-এর জমজমাট শুটিং! জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসান খানের উপস্থাপনায় টানটান উত্তেজনার এই নতুন সিজন খুব শিগগিরই আসছে বঙ্গ এবং এনটিভিতে। আমাদের দৃঢ় বিশ্বাস, দর্শকপ্রিয়তার দিক থেকে এবারের সিজন অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন উচ্চতায় পৌঁছাবে।

