শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

দীপিকা-ক্যাটরিনা-আলিয়াসহ ৭ অভিনেত্রীর বিয়ের শাড়ির দাম কত? 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

দীপিকা-ক্যাটরিনা-আলিয়াসহ ৭ অভিনেত্রীর বিয়ের শাড়ির দাম কত? 

বিয়ে প্রতিটি মানুষের জীবনের বিশেষ একটি দিন। এই বিশেষ দিনের সাজ ও পোশাকে সকলেই চায় আভিজাত্য আর সৌন্দর্যের ছোঁয়া। বলিউড তারকাদের বিয়ে মানে এলাহি আয়োজন আর তারার মেলা। সিনেমার মতোই তাঁদের বিয়েও জাঁকজমকপূর্ণ। এক ঝলকে দেখে নিন দীপিকা পাড়ুকোন, ঐশ্বরিয়া রাই বচ্চন, আলিয়া ভাট, আনুশকা শর্মা, ক্যাটরিনা কাইফের বিয়ের ড্রেসের দাম কত ছিল। 


বিজ্ঞাপন


ঐশ্বরিয়া রাই বচ্চন

২০০৭ সালে অভিষেক বচ্চনের সঙ্গে গাঁটছড়া বাঁধেন সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই। তারকা জুটির বিয়ের দিন অভিনেত্রী পরেছিলেন একটি ঐতিহ্যবাহী কঞ্জিভরম শাড়ি, যার দাম ছিল প্রায় ৭৫ লক্ষ টাকা। শাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছিল সোনালি সুতো, খাঁটি সোনার জরি ও সোয়ারোভস্কি ক্রিস্টাল (বিশ্বের অন্যতম বিখ্যাত এবং উচ্চমানের কাচের তৈরি এক ধরনের স্ফটিক)। ঐশ্বরিয়ার বিয়ের শাড়ি আজও বলিউডের সবচেয়ে দামি ব্রাইডাল আউটফিট হিসেবে পরিচিত।

সোনম কাপুর


বিজ্ঞাপন


বলিউডের জনপ্রিয় অভিনেতা অনিল কাপুরের মেয়ে সোনাম কাপুর সাতপাকে বাঁধা পড়েন আনন্দ আহুজার সঙ্গে। বিয়ের সময় সোনাম পরেছিলেন ডিজাইনার অনামিকা খান্নার তৈরি লেহেঙ্গা, যার দাম ছিল আনুমানিক ৭০ লক্ষ টাকা। ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধনে তৈরি এই পোশাক নজর কেড়েছিল অনুরাগীদের। 


শিল্পা শেঠি 

শিল্পা শেঠি ২০০৯ সালের ২২ নভেম্বর ব্রিটিশ-ভারতীয় ব্যবসায়ী রাজ কুন্দ্রাকে বিয়ে করেন। রাজের সঙ্গে বিয়ের দিন শিল্পা পরেছিলেন সোয়ারোভস্কি ক্রিস্টালে সাজানো একটি লাল শাড়ি, যার মূল্য ছিল প্রায় ৫০ লক্ষ টাকা।

image_2022_06_28T08_35

আলিয়া ভাট

টানা পাঁচ বছর প্রেমের পর ২০২২ সালের এপ্রিল মাসে বিয়ে করেন বলিউড তারকা জুটি রণবীর কাপুর ও আলিয়া ভাট। মুম্বাইয়ে রণবীরের বাড়িতে বিয়ে সম্পন্ন হয়। বিয়েতে ঐতিহ্যবাহী লাল লেহেঙ্গা ছেড়ে আলিয়া বেছে নিয়েছিলেন আইভরি রঙের অরগ্যাঞ্জার শাড়ি। সাব্যসাচী মুখার্জির ডিজাইন করা আইভরি রঙের ওর্গানজা শাড়ির দাম ছিল প্রায় ৫০ লক্ষ টাকা।

আনুশকা শর্মা

আনুশকা শর্মা ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে দীর্ঘদিনের প্রেমিক বিরাট কোহলিকে বিয়ে করেন। ভক্তদের কাছে এ জুটি ‘বিরুষ্কা’ নামে পরিচিত। তাদের বিয়েটি ছিল অত্যন্ত গোপনীয়। সংবাদমাধ্যম বা ভক্তদের আগে থেকে কিছুই জানানো হয়নি। তবে জানা যায় আনুশকার বিয়ের দিন তিনি পরেছিলেন প্যাস্টেল রঙের লেহেঙ্গা। যার মূল্য ছিল প্রায় ৩০ লক্ষ টাকা। 

ক্যাটরিনা কাইফ

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ গাঁটছড়া বাঁধেন অভিনেতা ভিকি কৌশলের সঙ্গে। দীর্ঘদিনের প্রেমের গুঞ্জনের পর ২০২১ সালের ৯ ডিসেম্বর রাজস্থানে একটি মন্দিরে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিয়েতে অভিনেত্রী যে লেহেঙ্গা পরেছিলেন তার দাম ছিল আনুমানিক ১৭ লক্ষ টাকা। 

1606567086

দীপিকা পাডুকোন

২০১৮ সালে ইতালির লেক কোমোর ভিলা দেল বালবিয়ানেলোতে কঙ্কানি রীতিতে (১৪ নভেম্বর) ও উত্তর ভারতের সিন্ধি রীতিতে (১৫ নভেম্বর) সম্পন্ন হয় রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের বিয়ের আনুষ্ঠানিকতা। তারকা জুটির বিয়ে ছিল একেবারে সাদামাটা। দীপিকার বিয়ের পোশাকের দাম ছিল মাত্র ১২ লক্ষ টাকা। 

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর