শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

লিফটে আটকে মৃত্যু ‘কেজিএফ’-এর সহ পরিচালকের ৪ বছরের সন্তানের 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম

শেয়ার করুন:

লিফটে আটকে মৃত্যু ‘কেজিএফ’-এর সহ পরিচালকের ৪ বছরের সন্তানের 

কার কখন মৃত্যু ঘনিয়ে আসে তা বলা মুশকিল। মানে না সময় বয়স। এই যেমন লিফটে আটকে মৃত্যু হলো ‘কেজিএফ’ সিনেমার সহ পরিচালক কীর্তন নাদাগৌড়ার চার বছরের সন্তানের। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

জানা গেছে, খেলতে খেলতে লিফটে ঢুকে পড়ে পরিচালকের ছেলে ছোট্ট চিরঞ্জীবী সোনার্শ নাদাগৌড়া। বাবা-মা কেউ জানতেন না। কিন্তু ওই মুহূর্তে যান্ত্রিক গোলযোগের কারণে ভারসাম্য হারায় এবং নিচে পড়ে যায় লিফট। দ্রুত উদ্ধারকাজে নামলেও রক্ষা করা যায়নি চিরঞ্জীবীকে। 


বিজ্ঞাপন


খবর, দিন তিনেক আগেই এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। শোক প্রকাশ করেছেন অন্ধ্রপ্রদেশের উপমুখ্যমন্ত্রী তথা অভিনেতা পবন কল্যাণ। সামাজিক মাধ্যমে তিনিই দিয়েছেন শোকের খবরটি।  

কল্যাণ লেখেন, ‘পরিচালক কীর্তন নাদাগৌড়ার পুত্রের প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার পরিবারে নেমে আসা বড় বিপর্যয়ে গোটা দক্ষিণী সিনেইন্ডাস্ট্রির সকলে শোকস্তব্ধ। সোনার্শের এহেন অকালমৃত্যু ভীষণ হৃদয়বিদারক। স্রষ্টা এই অপূরণীয় ক্ষতি সামলানোর শক্তি দিক কীর্তন ও তার স্ত্রী সমৃদ্ধিকে।’

দীর্ঘদিন কন্নড় ইন্ডাস্ট্রির সঙ্গে আছেন কীর্তন। তাকে খ্যাতি এনে দেয় কেজিএফ। সালারেরও সহ-পরিচালক ছিলেন তিনি। প্রস্তুতি নিচ্ছিলেন পরিচালক হিসেবে নাম লেখানোর। তার আগেই ঘটে গেল বিপর্যয়। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর