মঞ্চে তরুণী চিকিৎসকের হিজাবে টান দিয়ে বিতর্কিত বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি ভালোভাবে নেননি অনেকে। সে তালিকায় আছেন বলিউডের নামকরা গীতিকার জাভেদ আখতার।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, পর্দা প্রথার বিরোধী হয়েও ঘটনাটির বিরুদ্ধে গর্জে উঠেছেন জাভেদ। নিজের এক্স হ্যান্ডেলে প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
বিজ্ঞাপন
বরেণ্য এক গীতিকার লিখেছেন, ‘যারা আমাকে খুব স্বল্পভাবে চেনেন, তারাও জানেন, আমি চিরাচরিত পর্দা প্রথার কতটা বিরোধী। কিন্তু এর অর্থ এই নয় যে, একজন মুসলিম নারী চিকিৎসকের সঙ্গে নীতীশ কুমার যা করেছেন সেটা মেনে নেব। ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নীতীশ, আপনার উচিত ওই মহিলার কাছ থেকে নিঃশর্তভাবে ক্ষমা চেয়ে নেওয়া।’
জাভেদ ছাড়াও প্রতিবাদ করেছেন আরও অনেকে। ঘটনার কড়া নিন্দা করেছে কংগ্রেস এবং আরজেডি। প্রতিবাদে সরব হয়েছেন আমজনতা থেকে তারকাদের অনেকে।
ঘটনাটি গেল সোমবারের। এদিন পাটনায় এক সরকারি অনুষ্ঠানে যোগ দেন নীতীশ। ওই অনুষ্ঠানে চিকিৎসকদের নিয়োগপ্ত্র দেওয়া হচ্ছিল। সেখানে জনেয়িং লেটার নিতে হাসিমুখে দাঁড়িয়েছিলেন। ভিডিওতে দেখা যায় ওই চিকিৎসকের হাতে নিয়োগপ্ত্র তুলে দেওয়ার পর টান দিয়ে হিজাব সরানোর চেষ্টা করেন।

