ঢাকাই সিনেমার সোনালি দিনের দুই চিরপ্রতিদ্বন্দ্বী তারকা মৌসুমী ও শাবনূর। রূপালী পর্দায় তাদের দীর্ঘ লড়াই থাকলেও ব্যক্তিগত জীবনে তাদের সখ্যতা সবার জানা। সম্প্রতি সুদূর আমেরিকায় দেখা মিলল এই দুই তারকার।
গত ১৭ ডিসেম্বর ছিল শাবনূরের ৪৬তম জন্মদিন। জীবনের এই বিশেষ দিনটি উদযাপন করতে অস্ট্রেলিয়া থেকে একমাত্র ছেলে আইজানকে নিয়ে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। সেখানে বর্তমানে তিনি অবস্থান করছেন জনপ্রিয় অভিনেতা অমিত হাসানের বাড়িতে।
বিজ্ঞাপন

শাবনূরের আমেরিকায় আসার খবর পেয়ে চুপ থাকতে পারেননি মৌসুমী। তিনিও গত কয়েক বছর ধরে সপরিবারে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। প্রিয় সহকর্মীর আগমনের খবর পেয়ে একগুচ্ছ ফুল নিয়ে হাজির হন অমিত হাসানের বাড়িতে। দীর্ঘদিন পর একে অপরকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন দুই তারকা; একে অপরকে জড়িয়ে ধরেন বুক ভরা ভালোবাসায়।
দীর্ঘদিন পর দুই তারকার সাক্ষাতের মুহূর্তটা নিজের ফেসবুকে শেয়ার করেছেন শাবনূর। ভিডিওটা শেয়ার করে পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অনেকদিন পর মৌসুমী আপুর সাথে দেখা। আপুকে কাছে পেয়ে মনটা ভরে গেছে, কী যে ভালো লেগেছে!’

বিজ্ঞাপন
উল্লেখ্য, ১৯৯৩ সালে সোহানুর রহমান সোহান পরিচালিত ‘কেয়ামত থেকে কেয়ামত’ সিনেমার মাধ্যমে সালমান শাহর হাত ধরে অভিষেক ঘটে মৌসুমীর। ঠিক একই বছর পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে আসেন শাবনূর। পরবর্তীতে ১৯৯৪ সালে ‘তুমি আমার’ সিনেমার মাধ্যমে সালমান-শাবনূর জুটির জয়যাত্রা শুরু হয়।
তিন দশকের ক্যারিয়ারে তারা দুজনেই উপহার দিয়েছেন অসংখ্য ব্লকবাস্টার ছবি। পর্দার চিরচেনা দুই নায়িকার বিদেশের মাটিতে পুনর্মিলনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল।
ইএইচ/

