বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জনপ্রিয় উপস্থাপককে গুলি করে হত্যা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

শেয়ার করুন:

জনপ্রিয় উপস্থাপক ও ডিজেকে গুলি করে হত্যা

দক্ষিণ আফ্রিকার জনপ্রিয় রেডিও, টিভি উপস্থাপক এবং ডিজে ওয়ারিক স্টক জোহানেসবার্গে বন্দুকধারীদের গুলিতে নিহত হয়েছেন। যিনি ‘ডিজে ওয়্যারাস’ নামে পরিচিত ছিলেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) শহরের জাম্বেসি হাউসের কাছে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৪০ বছর।  

এ ঘটনায় দক্ষিণ আফ্রিকার বিনোদন অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। ওয়ারিকের মৃত্যুতে শোক জানিয়েছেন সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। 


বিজ্ঞাপন


পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, ঘটনার দিন জাম্বেসি হাউসের কাছে বাড়ির নিরাপত্তায় ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির তদারকি করছিলেন তিনি। এসময় তিনজন সশস্ত্র সন্ত্রাসী তার দিকে এগিয়ে আসে এবং তাঁদের মধ্যে একজন সরাসরি তাঁকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালিয়ে যায়। হামলার সময় আত্মরক্ষার জন্য স্টকের কাছে একটি লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র থাকলেও তিনি তা ব্যবহারের সুযোগ পাননি। হামলাকারীরা তার কাছ থেকে কোনো কিছুই ছিনিয়ে নেয়নি।

স্টকের বোন নিকোল এই ঘটনায় শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের পরিবার আজ শোকে স্তব্ধ।’ ভাইয়ের মৃত্যুর ঘটনায় সাধারণ মানুষকে কোনো ছবি বা ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন তিনি। 

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দক্ষিণ আফ্রিকার ক্রীড়ামন্ত্রী গায়টন ম্যাকেঞ্জি। এছাড়া ‘বিল্ড ওয়ান’ দলের নেতা মুসি মাইমান এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে প্রকাশ্য দিবালোকে নৃশংস হত্যাকাণ্ড বলে মন্তব্য করেছেন। 


বিজ্ঞাপন


এই খুনের ঘটনায় এক নারীকে প্রধান সন্দেহভাজন হিসেবে শনাক্ত করা হয়েছে। পুলিশ সূত্র জানায়, অভিযুক্ত ওই নারী ওই ভবনের একজন প্রাক্তন ভাড়াটিয়া। ধারণা করা হচ্ছে, ভবনের কমিটি নিয়ে বিরোধের জেরে হত্যাকাণ্ড ঘটেছে।

 

জিজ্ঞাসাবাদের জন্য পাঁচজন সন্দেহভাজনকে হেফাজতে নিয়েছে পুলিশ। মূল অভিযুক্ত নারীসহ অন্যান্য অপরাধীদের ধরতে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

দক্ষিণ আফ্রিকার ডারবান শহরে জন্ম ডিজে ওয়ারিক স্টকের। ২০০৮ সালে ‘YFM’ রেডিওর মাধ্যমে পরিচিতি পান। পরবর্তীতে ‘5FM’ এবং দক্ষিণ আফ্রিকার বিখ্যাত মিউজিক প্রোগ্রাম ‘Live AMP’-এ টানা ছয় বছর উপস্থাপনা করে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। সম্প্রতি তিনি ‘The Shady PHodcast’ এবং রিয়ালিটি শো ‘Ngicel’iVisa’-এর সঞ্চালক হিসেবেও অত্যন্ত সফল ছিলেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর