ক্যানসারের কাছে হার মানলেন হলিউডের কিংবদন্তি অভিনেতা গিল জেরার্ড। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) মৃত্যু বরণ করেন তিনি। অভিনেতার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন তার স্ত্রী জ্যানেট।
এক আবেগঘন বার্তায় অভিনেতার স্ত্রী জানান, মঙ্গলবার ভোরে ক্যানসারের আক্রান্ত হয়ে না ফেরা দেশে পাড়ি জমিয়েছেন তার জীবনসঙ্গী। সম্প্রতি অসুস্থতা ধরা পড়ার পর মাত্র কয়েক দিনের মধ্যেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।
বিজ্ঞাপন
তিনি আরও বলেন, ‘যত বছরই একসঙ্গে কাটানো হোক না কেন, প্রিয় মানুষের জন্য তা যথেষ্ট নয়।’ মৃত্যুর আগে গিল জেরার্ড নিজের শেষ কথাগুলো লিখে গিয়েছিলেন। সেটিও প্রকাশ করেছেন অভিনেতার স্ত্রী।

বিদায়ী বার্তায় জেরার্ড লেখেন, কাজের সুযোগ, অসংখ্য মানুষের সঙ্গে পরিচয় এবং ভালোবাসা পাওয়া ও দেওয়ার অভিজ্ঞতায় ভরা ৮২ বছরের জীবন ছিল পরিপূর্ণ। আরকানসাস থেকে নিউ ইয়র্ক, সেখান থেকে লস অ্যাঞ্জেলেস শেষ পর্যন্ত উত্তর জর্জিয়ায় স্ত্রীর সঙ্গে কাটানো দিনগুলোর জন্য গভীর কৃতজ্ঞতা।
১৯৭৯ থেকে ১৯৮১ সাল পর্যন্ত প্রচারিত জনপ্রিয় বিজ্ঞান কল্পকাহিনি ধারাবাহিক ‘পঁচিশ শতকের বাক রজার্স’-এ প্রধান চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পান গিল জেরার্ড। এই সিরিজে তিনি অভিনয় করেন মহাকাশচারী ক্যাপ্টেন উইলিয়াম বাক রজার্স চরিত্রে, যা তাকে টেলিভিশন ইতিহাসের স্মরণীয় নায়কদের তালিকায় জায়গা করে দেয়।
বিজ্ঞাপন
ইএইচ/

