বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জালিয়াতি মামলায় পরিচালকসহ স্ত্রীর জেল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২৩ পিএম

শেয়ার করুন:

জালিয়াতি মামলায় পরিচালকসহ স্ত্রীর জেল

আর্থিক প্রতারণার অভিযোগে বলিউড পরিচালক বিক্রম ভাট ও তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটের জামিন নামঞ্জুর করে দুই সপ্তাহ জেলে আটক রাখার নির্দেশ দিয়েছেন রাজস্থানের একটি আদালত।  

বুধবার (১৭ ডিসেম্বর) আর্থিক জালিয়াতি মামলার আসামি বিক্রম ও তার স্ত্রী জামিন আবেদন করলে তাদের আবেদন খারিজ করে সস্ত্রীক আটক রাখার আদেশ দেন আদালত। 


বিজ্ঞাপন


এর আগে ৭ ডিসেম্বর বিক্রম ও তার স্ত্রী এবং মেয়েসহ ছয়জনকে গ্রেফতার করে রাজস্থান ও মুম্বাই পুলিশ। পুলিশের এক অভিযানে শ্যালিকার বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। 

মুম্বাইয়ের ইন্দিরা আইভিএফ হাসপাতালের প্রতিষ্ঠাতা ডা. অজয় মুরদিয়া তার প্রয়াত স্ত্রীর বায়োপিক নির্মাণের পরিকল্পনা করেছিলেন। সেই উদ্দেশ্যে তিনি উদয়পুরের বাসিন্দা দিনেশ কাটারিয়ার সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২০২৪ সালের ২৫ এপ্রিল মুম্বাইয়ে বিক্রম ভাটের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। তখন বিক্রম ভাট জানিয়েছিলেন, তিনি সিনেমার সব কাজ দেখভাল করবেন এবং অজয় মুরদিয়াকে ২০০ কোটি রুপি পাঠাতে হবে। তিনি অভিযোগ করেছেন, সিনেমা নির্মাণের কানাকড়িও ঘরে তুলতে পারেননি।

বিক্রম ভাট ১৯৯২ সালে মুক্তিপ্রাপ্ত ‘জানাম’ সিনেমা নির্মাণের মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। তবে ক্যারিয়ারে সফলতার দেখা পান আমির খান ও রানী মুখার্জি অভিনীত ‘গুলাম’ সিনেমা মুক্তির পর। তিনি মূলত হরর এবং থ্রিলার ঘরানার সিনেমার জন্য পরিচিত।


বিজ্ঞাপন


ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর