বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সামান্থার বিয়ের রেশ থাকতেই বাবা হওয়ার খবর নাগার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২১ পিএম

শেয়ার করুন:

সামান্থার বিয়ের রেশ থাকতেই বাবা হওয়ার খবর নাগার! 

নাগা চৈতন্যের বিয়ের পর বেশি সময় নেননি সামান্থা রুথ প্রভু। এক বছরের মাথায় বিয়ে করেন তিনি। সে অপেক্ষায়-ই যেন ছিলেন নাগা। প্রাক্তনের বিয়ের রেশ না কাটতেই ফের সুখবর এলো নাগার দিক থেকে। আভাস পাওয়া গেল, বাবা হতে চলেছেন তিনি। 

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে নাগার বাবা নাগার্জুনকে প্রশ্ন করা হয়। জানতে চাওয়া হয় তিনি কি খুব তাড়াতাড়ি দাদা হতে চলেছেন? উত্তরে একগাল হেসে নাগার্জুনা বলেন, “সময়মতো ঠিক জানাব”। 


বিজ্ঞাপন


এ জল্পনায় সিলমোহর না দিলেও তা অস্বীকার করেননি নাগার্জুন। আর তার এই অভিব্যক্তি থেকেই সকলে ধারণা করছেন যে, সত্যিই ঘরে নতুন অতিথি আসছে নাগা-শোভিতার সংসারে। এরপরই রীতিমতো তাদের শুভেচ্ছায় ভরিয়েছেন নেটিজেনরা।

ডিসেম্বরের প্রথম দিন পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে গাঁটছড়া বাঁধেন সামান্থা। তামিলনাড়ুর কোয়েম্বাটুরে সদগুরুর ইশা ফাউন্ডেশনের লিঙ্গ ভৈরবী মন্দিরে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে সামান্থা লিখেছিলেন ‘০১.১২.২০২৫’। 

২০১৭ সালে অভিনেতা নাগা চৈতন্যকে বিয়ে করেছিলেন সামান্থা রুথ প্রভু। বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে তাদের বিচ্ছেদ হয়। গেল বছর শোভিতা ধুলিপালার হাত ধরেন নাগা। এ বছর দিলেন সুখবর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর