বলিউড অভিনেত্রী মাধুরী দীক্ষিতের রূপের যাদু ও নাচের ঝলকের কথা সবার জানা। সেই সঙ্গে প্রখর অভিনয় দক্ষতা তো রয়েছেই। এই তিন অস্ত্রের সমন্বয় করেই নব্বইয়ের দশকে ব্লকবাস্টার সিনেমার উপহার দিয়েছেন।
অভিনেত্রী রোমান্টিক, অ্যাকশন দৃশ্য ছাড়াও সাবলীল সাহসী দৃশ্যে। মাধুরী অভিনীত ‘দয়াবান’ ছবিতে বিনোদ খান্নার সঙ্গে তার অন্তরঙ্গ দৃশ্য নিয়ে এখনও ব্যাপক আলোচনা হয়। ১৯৮৮ সালে মুক্তিপ্রাপ্ত এ সিনেমার ‘আজ ফির তুমপে পেয়ার আয়া হ্যায়’ গানের দৃশ্যের শুটিং চলাকালীন পরিচালক কাট বলার পরও বিনোদ মাধুরীকে চুম্বন দিতে থাকেন। শোনা যায়, নায়িকার ঠোঁট কেটে রক্ত বের হয়েছিল। এমনকি শুটিংয়ের মধ্যে মাধুরীর চোখ ভিজে উঠেছিল।
বিজ্ঞাপন

‘দয়াবান’ মুক্তির প্রায় তিন যুগ পর সেই দৃশ্যে নিয়ে কথা বলেছেন মাধুরী। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেন, ‘এই দৃশ্যের জন্য আমি খুব লজ্জিত ছিলাম। এবং এতটাই অস্বস্তি বোধ হয়েছিল যে পরবর্তী ছবি করার জন্য নিজের একটি সীমানা তৈরির সিদ্ধান্ত নিয়েছিলাম।’
মাধুরী আরও বলেন, ‘আমি মনে করি এটি একটি ক্রমবর্ধমান প্রক্রিয়া বা শেখার প্রক্রিয়া। আপনি সবকিছু ঠেকে শিখতে পারেন। আমার ক্ষেত্রেও তাই হয়েছে। সেই দৃশ্যের পরে, আমিও খুব লজ্জা পেয়েছিলাম এবং আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আর এমন কিছু করব না’।

বিজ্ঞাপন
এর আগে এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছিলেন, ‘ছবিতে স্বাক্ষর করার সময় তিনি এই দৃশ্য সম্পর্কে খুব বেশি কিছু জানতেন না। আজও সেই দৃশ্য দেখে অবাক হয়ে যাই। তবে এখান থেকে এমন একটি শিক্ষা পেয়েছি যা এখনও সর্বদা অনুসরণ করি।’
‘দয়াবান’ সিনেমার পর আর কোনো ছবিতে একসঙ্গে দেখা যায়নি বিনোদ খান্না ও মাধুরীকে।
ইএইচ/

