বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতায় লড়বে সুমনের ‘রইদ’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ০৬:৩৩ পিএম

শেয়ার করুন:

আইএফএফআর-এর মূল প্রতিযোগিতায় লড়বে সুমনের ‘রইদ’ 

প্রথম চলচ্চিত্র ‘হাওয়া’ দিয়ে সিনেমা হলে ঝড়ো হাওয়া তুলেছিলেন মেজবাউর রহমান সুমন। এবার নির্মাতা নিয়ে আসছেন তার দ্বিতীয় সিনেমা ‘রইদ’। নতুন বছরের ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে এ ছবির। খবরটি সামাজিক মাধ্যমে দিয়েছেন নির্মাতা।

আজ মঙ্গলবার নিজের ফেসবুকে ‘রইদ’-এর পোস্টার প্রকাশ করেছেন সুমন। সঙ্গে লিখেছেন, ‘‘এই ফেব্রুয়ারিতে, আমাদের ‘রইদ’ ছবিটি ৫৫তম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব রটারড্যাম - আইএফএফআর-এ টাইগার প্রতিযোগিতায় (মূল প্রতিযোগিতা) ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে।’’


বিজ্ঞাপন


roid

এরপর লেখেন, ‘‘রইদ’-এর মাধ্যমে প্রথম কোনো বাংলাদেশি সিনেমা আইএফএফআর-এর মূল প্রতিযোগিতায় অংশগ্রহণের ডাক পেল। ছবিটি বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু সিনেমার সঙ্গে টাইগার পুরষ্কারের জন্য লড়বে।’’

এ সময় সুমন কৃতজ্ঞতা প্রকাশ করে লেখেন, ‘আমরা আইএফএফআর, সম্মানিত নির্বাচন কমিটি, স্টেফান বোরসোস এবং উৎসবের সাথে জড়িত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’ এ সময় এনএফডিসি ফিল্ম বাজার কো-প্রোডাকশন মার্কেটের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান তিনি। বিশেষ কৃতজ্ঞতা জানান আনাস সারিনের প্রতি।

af861d09-9249-4627-95d4-c139a8795e7c-1296x729


বিজ্ঞাপন


সেইসঙ্গে দেশের প্রেক্ষাগৃহে মুক্তির খবরও দিয়েছেন সুমন। জানিয়েছেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশগ্রহণের পর শিগগিরই মুক্তি দেওয়া হবে সিনেমাটি। সুমনের রইদের মূল পাত্র-পাত্রী নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর