আজ ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী ‘বিজয় উৎসব’ আয়োজন করেছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। বাস্তবায়নে রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। এরমধ্যে রয়েছে বিজয় দিবস কনসার্ট। এ কনসার্ট সবার জন্য উন্মুক্ত।
উৎসবের অংশ হিসেবে সোহরাওয়ার্দী উদ্যানে আজ দুপুর ২টায় শুরু হবে বিজয় দিবস কনসার্ট। যেখানে মঞ্চ মাতাবে ৭টি ব্যান্ড। তারা হলো ‘শিরোনামহীন’, ‘লালন’, ‘বাংলা ফাইভ’, ‘আফটারম্যাথ’, ‘এফ মাইনর’, ‘ফিরোজ জং’ ও ‘টঙের গান’। এ ছাড়া একক শিল্পী হিসেবে গান পরিবেশন করবেন ফারজানা ওয়াহিদ সায়ান ও ফারিয়া ইলা লালালা।
বিজ্ঞাপন
মুক্তিযুদ্ধের সময়ে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্র। সেখান থেকে শিল্পীরা দেশ, মুক্তি ও স্বাধীনতার গান ছড়িয়ে দিয়েছিলেন সবার কাছে। সেসব গান সে সময়ে উৎসাহ-উদ্দীপনা জাগিয়েছিল বীর মুক্তিযোদ্ধাদের হৃদয়ে।
মহান বিজয় দিবস (১৬ ডিসেম্বর) উপলক্ষে আজ দেশজুড়ে শিল্পকলা একাডেমির সব শাখায় একযোগে পরিবেশিত হবে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। পরিবেশন করবেন এ প্রজন্মের শিল্পীরা।

