সোমবার, ১৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাদিকে নিয়ে পোস্ট, চমক-মামুনকে হত্যার হুমকি

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫০ পিএম

শেয়ার করুন:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদিকে নিয়ে পোস্ট, চমক-মামুনকে হত্যার হুমকি

সম্প্রতি ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফুল ওসমান বিন হাদি ওপর হামলার ঘটনায় তীব্র ক্ষোভে ফেটে পড়ে গোটা দেশ। আকস্মিক হামলায় গুরুতর আহাত হলে হাদির সুস্থতা কামনা এবং সন্ত্রাসীদের গ্রেফতার করে বিচারের দাবি জানান শোবিজ তারকারা। 

এদিকে হাদিকে নিয়ে পোস্ট দেওয়ার পর হত্যার হুমকি দেওয়া হয়েছে চলচ্চিত্র নির্মাতা অনন্য মামুন, নাট্য নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ ও ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী রুকাইয়া জাহান চমককে। এরই মধ্যে চমকের ফোন নম্বর ফাঁস করা হয়েছে ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে বলে জানিয়েছে হুমকিদাতা। 


বিজ্ঞাপন


হুমকি পাওয়ার বিষয়ে সামাজিক মাধ্যমে জানিয়ে নির্মাতা মামুন লিখেছেন, ‘হাদিকে নিয়ে স্ট্যাটাস দেওয়ার পর থেকে আমাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। তারা তো জানে না হাদি আমার কাছে একটি ভালোবাসার নাম। আর মৃত্যুর ভয় কখনও পাই না। যেদিন পৃথিবীতে এসেছি, সেদিনই আল্লাহতায়ালা আমার মৃত্যুর তারিখ ঠিক করে রেখেছে।’

ডাল্টন সৌভাতো হীরা নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই হুমকি দেওয়া হচ্ছে। এর আগে শরীফুল ওসমান বিন হাদিকেও এই অ্যাকাউন্ট থেকে হুমকি দেওয়া হয়েছিল।

অনন্য মামুন সম্পর্কে লেখা হয়েছে, ‘এ বাটপারের নাম উল্লেখ করতেও কাল ভুলে গিয়েছিলাম। অনন্য মামুন -দ্য পিম্প। ও যেন সহি সালামতে ভালো থাকে। আর ওর ফিল্‌ম যেন কেউ প্রডিউস করার চেষ্টা না করে, করলে সেটা নিজ দায়িত্বে করবে।’


বিজ্ঞাপন


বান্না ও চমককে যেন কেউ কাজের জন্য না ডাকে জানিয়ে হুমকি দাতা লিখেছেন, ‘মাবরুর রশীদ বান্না ও রোকেয়া জাহান চমক, বঙ্গবন্ধুর ৩২ ভাঙার পর কুৎসিত উল্লাসকারী লাল বদর দুইজনকে যদি মিডিয়ায় কেউ কাজে ডাকার চেষ্টা করেন- তাহলে সেটা নিজ দায়িত্বে ডাকবেন, এই নব্য রাজাকার দের কাজে নেয়ার ফলে আপনাদের নিরাপত্তা বিঘ্নিত হলে সেটার দায়িত্ব কারো না।’

চমক ও বান্নাহর লোকেশন ট্র্যাক করা হচ্ছে জানিয়ে বলেন, ‘এই দুই লাল বদরের যাবতীয় এক্সেস ট্রেস করা হবে। আমাদের আই টি টিমের মাধ্যমে সেটা আমাদের হাতে চলে আসবে। এই দুইজনের প্রাপ্য তাদের কেই বোঝায় দেওয়া হবে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর