রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিয়ের আগে দুই বছর লিভ ইন, কারণ জানালেন তারকা দম্পতি 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:২৮ পিএম

শেয়ার করুন:

বিয়ের আগে দুই বছর লিভ ইন, কারণ জানালেন তারকা দম্পতি 

গেল বছরের শেষের দিকে বিয়ে করেন বলিউড তারকা কৃতি খরবন্দা ও পুলকিত সম্রাট। এক বছরের মাথায় এ দম্পতির উপলব্ধি বিয়ের আগে লিভ ইন করাই ভালো। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সম্প্রতি করণ জোহরের শোয়ে অতিথি হয়ে আসেন কৃতি-পুলকিত। সেখানেই জীবনের গল্প তুলে ধরেছেন তারা। বিয়ের পরের জীবন কেমন? উত্তরে পুলকিত বলেন, “আমাদের জীবন এখন খুব সুন্দর। আমরা শুধু স্বামী-স্ত্রী নই, একে অপরের সবচেয়ে ভালো বন্ধু এবং রুমমেটও। এই বন্ধুত্বই আমাদের সম্পর্ককে সবসময় নতুন রাখে।” কৃতি বলেন, “আমি বিয়ের পক্ষে, পুরোপুরি। ভালোবাসা পেলে সেটাকে ধরে রাখার জন্য সব চেষ্টা করা উচিত। আমি এই বিশ্বাসেই আস্থা রাখি।”


বিজ্ঞাপন


bd1fa170-d3c7-4a79-b05d-7d84aeef80f6

বিয়ের আগে টানা দুই বছর লিভ ইনে ছিলেন এ তারকা দম্পতি। কারণ ব্যাখায় করে পুলকিত বলেন, “এই কারণেই আমরা দু’জনেই বিয়ের আগে একসঙ্গে থাকার পক্ষে। এতে একে অপরকে ভালোভাবে বোঝা যায়। আমরা প্রায় দু’বছর লিভ-ইন সম্পর্কে ছিলাম।” 

কৃতি যোগ করেন, “কোভিডের সময় আমরা একসঙ্গে ছিলাম, তবে আলাদা বাড়িতে থাকতাম। কোভিডের পর আমরা ঠিকভাবে একসঙ্গে থাকতে শুরু করি। এমন একটা বাড়ি নিয়েছিলাম, যেটা শুধু ওর বা আমার নয়। ওটা আমাদের দু’জনেরই বাড়ি।”

mskjhb9_as_625x300_29_October_24


বিজ্ঞাপন


বর্তমানে কৃতি ও পুলক সমানতালে ব্যস্ত। মুক্তির অপ্রক্ষায় পুলকিতের ছবি ‘রাহু কেতু’। অন্যদিকে কৃতির মুক্তি প্রতীক্ষিত ছবির নাম ‘রিস্কি রোমিও’। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর