বলিউডের আলোচিত-সমালোচিত অভিনেত্রী নীনা গুপ্তা। বিতর্ক তার নিত্য সঙ্গী। বোল্ড পোশাকে যেমন নজর কেড়েছেন, তেমনি যৌনতা নিয়ে খোলামেলা মন্তব্যের জেরে সংবাদের শিরোনামে উঠে এসেছে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী মন্তব্য করেন, ‘পুরুষদের যৌন সুখ দেওয়াই মেয়েদের দায়িত্ব।’ নীনার কথায়, ‘এই বিষয়গুলো যদি আপনি বা আমি বলি, অনেকেই গুরুত্ব দেবে না। কিন্তু যখন কোনো গুরুজন এগিয়ে এসে বলেন, তখন তার প্রভাব সত্যিই আলাদা হয়। আমার মা কোনোদিন আমাকে বলেননি ঋতুস্রাব কী, যৌনতা কী, শরীরের পরিবর্তন কীভাবে ঘটে যখন কলেজে পড়তাম, মায়ের এত কড়া শাসন ছিল যে বান্ধবীদের সঙ্গে সিনেমা দেখতেও যেতে পারিনি।’
/indian-express-bangla/media/media_files/2025/04/05/mG02QhxQqjQeaBNO3dua.jpg)
তিনি আরও জানিয়েছেন, একটা সময় মেয়েদের বিয়ের আগের দিন জানানো হতো। যাতে প্রথম রাতে তারা ভয় না পায়। তবে প্রস্তুতির সময় থাকত খুবই কম। নীনার কথায়, ‘তখন এটুকুই বোঝানো হতো যে, স্বামীর যৌন সুখ দেওয়াই মেয়েদের দায়িত্ব। স্বামী চাইলে মেয়েকে অবশ্যই এ দায়িত্ব পালন করতে হবে। এবং সন্তান জন্ম দিতে হবে। মানসিক প্রস্তুতি বা নিজের ইচ্ছার কোনো মূল্য দেওয়া হতো না।’
অভিনেত্রীর মতে, বহু পরিবারে আজও সন্তানদের সঙ্গে বিয়ে, ঋতুস্রাব বা শরীরের পরিবর্তনের বিষয়গুলো নিয়ে কোনো ধরনের আলোচনা করা হয় না।
অভিনেত্রী নীনা গুপ্তাকে সবশেষ দেখা যায় ‘পঞ্চায়েত সিজন-৩’ ওয়েব সিরিজে।
ইএইচ/

