রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ভেঙে গেছে অপুর সংসার, ছয় বছর পর জানালেন অভিনেতার স্ত্রী  

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৫, ০১:১১ পিএম

শেয়ার করুন:

ভেঙে গেছে অপুর সংসার, ছয় বছর পর জানালেন অভিনেতার স্ত্রী  

ভেঙে গেছে অপুর সংসার। খবরটি জানান তার স্ত্রী মমরেনাজ মোমে। ছয় বছর আগেই অভিনেতা রাশেদ মামুন অপুর সঙ্গে বিচ্ছেদ হয়েছে বলে সামাজিক মাধ্যমে লিখেছেন তিনি।

নিজের ফেসবুকে আজ রোববার অপুর সঙ্গে একটি হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ করেছেন মোমে। সঙ্গে দিয়েছেন বিচ্ছেদের খবর। তিনি লিখেছেন, ‘অবশেষে ঈশ্বর ক্ষমা করলেন। সামাজিক প্রতিবন্ধকতা, ভয়, লজ্জার জন্য দীর্ঘ ৬ বছরের বিচ্ছেদ চেপে রাখার সিদ্ধান্ত দুই জন মিলে নিয়েছিলাম।’ 


বিজ্ঞাপন


599758349_3798768973759373_5556180665510441725_n

এরপর লেখেন, ‘গোপনীয়তা বিষয়টি খুবই যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল দুই জনের জন্যই। তাই দুজনের সিদ্ধান্তে আমরা বিষয়টি পরিষ্কার হতে চাই! এখন খুব আন্তরিকভাবে দুজনের সিদ্ধান্তেই আমরা বিষয়টি প্রকাশ্যে আনছি। বিচ্ছেদ মানেই ধ্বংস নয়, শেষ হয়ে যাওয়া নয়।’

এদিকে অপুর সংসার ভাঙনের খবর প্রকাশ পেতেই নড়েচড়ে বসেছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। মোমের পোস্টের মন্তব্যের ঘরে লক্ষ্য করা গেছে তাদের প্রতিক্রিয়া। অনেকেই সমবেদনা প্রকাশ করেছেন। তবে এ নিয়ে এখনও মন্তব্য পাওয়া যায়নি অপুর। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর