বাবা হয়েছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। শুক্রবার (১২ ডিসেম্বর) সামাজিক মাধ্যমে দুপুর সাড়ে ১২টার দিকে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেতা।
ফেসবুকে নবজাতকের হাতের ছবি শেয়ার করে অপূর্ব লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ! আমরা অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতার সঙ্গে আমাদের ফুটফুটে কন্যাসন্তান আগমনের ঘোষণা দিচ্ছি। পৃথিবীতে স্বাগতম মিষ্টি আনায়া।’
বিজ্ঞাপন
সন্তানের জন্য দোয়া কামনা করে অভিনেতা লিখেছেন, ‘দয়া করে আমাদের ছোট্ট রাজকন্যাকে আপনাদের প্রার্থনায় রাখবেন। আপনারা আমাদের প্রতি যে অফুরন্ত ভালোবাসা ও সমর্থন করেন, তার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।’
অভিনেতা বাবা হওয়ার খবরে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন অনুরাগী এবং দীর্ঘদিনের সহকর্মীরা। শুভেচ্ছাবার্তায় ছেয়ে গেছে পোস্টের মন্তব্যের ঘর।
২০২১ সালের ২ সেপ্টেম্বর শাম্মা দেওয়ানকে বিয়ে করেন জিয়াউল ফারুক অপূর্ব।
ইএইচ/

