শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

চলছে ম্যাজিক বাউলিয়ানা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৫:১০ পিএম

শেয়ার করুন:

চলছে ম্যাজিক বাউলিয়ানা

রোজ শুক্র-শনিবার রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে লোকসংগীতের রিয়েলিটি শো ‘ম্যাজিক বাউলিয়ানা’। বর্তমানে চলছে স্টুডিও রাউন্ডের প্রতিযোগিতা। এখান থেকে পর্যায়ক্রমে সেরা ১০ এবং সেরা ৩ নির্বাচিত হবেন। 

প্রতিযোগিতার বিচারক হিসেবে আছেন শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও নিগার সুলতানা সুমি। উপস্থাপনা করছেন আইশা খান। প্রযোজনা করছেন মনিরুজ্জামান খান ও জোবায়ের ইকবাল।


বিজ্ঞাপন


এবারের আসরে সারা দেশ থেকে ৩৮ হাজারেরও বেশি প্রতিযোগী রেজিস্ট্রেশন করেছেন। এখান থেকে বাছাইকৃত ৪০ প্রতিযোগী অংশ নেন মেগা সিলেকশন রাউন্ডে। এরপর গ্রুমিং সেশনে অংশ নেন তারা। সেখানে গান, পরিবেশনা ও মঞ্চে নিজেকে উপস্থাপনের নানা দিক শেখানো হয় অভিজ্ঞ মেন্টরদের দ্বারা। এরপর অনুষ্ঠিত হয় ‘মাস্টার সিলেকশন’। নির্বাচিত ১৯ জন সুযোগ পান ‘স্টুডিও রাউন্ড’-এ।

মাছরাঙা টেলিভিশনে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে এই রিয়েলিটি শো। ‘বাউল সুরে দেখাও তোমার ম্যাজিক’ ¯স্লোগান নিয়ে সান ফাউন্ডেশনের উদ্যোগে ও স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের পৃষ্ঠপোষকতায় হচ্ছে আয়োজনটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর