বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আখিরাতে কি জবাব দেবেন— শিশু সাজিদ প্রসঙ্গে ইরফান সাজ্জাদের প্রশ্ন

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০৪:৩১ পিএম

শেয়ার করুন:

আখিরাতে কি জবাব দেবেন —শিশু সাজিদ প্রসঙ্গে ইরফান সাজ্জাদের প্রশ্ন

২৪ ঘণ্টার বেশি সময় পেরিয়ে গেলেও এখনও খোঁজ পাওয়া যায়নি রাজশাহীতে টিউবওয়েলের বোরিং পাইপের ভেতরে পড়ে যাওয়া শিশু সাজিদকে। ঘটনাস্থালে সন্তানের জন্য মা-বাবার আহাজারি থামছেই না। এ ঘটনায় নাড়িয়ে দিয়েছে গোটা দেশকে। ছুঁয়ে গেছে শোবিজ তারকাদের। 

এ ঘটনায় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে এক আবেগঘন পোস্টে দিয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ। তিনি লিখেছেন, ‘একটা ১৫০ ফিট গভীর গর্ত! আহা দুই বছরের ছোট সাজিদ! এত বড় গর্ত করে যারা রাখলেন দেশে হয়তো বিচার হবে না, কিন্তু আখিরাতে কি জবাব দিবেন আল্লাহকে?’ 


বিজ্ঞাপন


rajsahi_dm

কথার সূত্র ধরে এই তারকা আরও লিখেছেন, ‘আমাদের পুরো দেশটাই একটা গভীর গর্ত! প্রতিনিয়ত আমরা আমাদের অজান্তেই এই গর্তে তলিয়ে যাচ্ছি! আমাদের বাঁচাবার কেউ নাই আল্লাহ ছাড়া!’
 
সবশেষে ইরফান লিখেছেন, ‘সাজিদ বাবা তুমি কিন্তু একা না আমরা সবাই তোমার মতোই হারিয়ে যাবো এ দেশে। একটা বাচ্চাকে গর্ত থেকে বের করার মত উন্নত প্রযুক্তি নাই একটা দেশে ভাবা যাই?’

বুধবার (১০ ডিসেম্বর) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের ধানখড়ের মাঠে খেলতে খেলতে হঠাৎ ৪০ ফুট গভীর একটি গর্তে পড়ে যায় সে। মাত্র ৮ ইঞ্চি ব্যাসার্ধের সেই অন্ধকার গর্তে পড়ে যাওয়া ছোট্ট শিশুটিকে উদ্ধারে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ইএইচ/


বিজ্ঞাপন


 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর