প্রেমিক সুশান্ত সিং রাজপুতের অস্বাভাবিক মৃত্যু এক রাতের মধ্যেই বদলে দিয়েছিল বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তীর জীবন। তার ওপর দিয়ে বয়ে যায় সমালোচনার ঝড়। অপমৃত্যু মামলায় ২৭ দিন কারাগারে কাটাতে হয়েছিল। মামলা থেকে খালাস পেলেও ততদিনে সিনেমা বিদায় বলে দেন এ অভিনেত্রী।
সম্প্রতি এক পডকাস্টে রিয়া জানিয়েছেন, তাঁর পোশাক ব্র্যান্ড ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ মূলত জীবনের দ্বিতীয় অধ্যায়ের প্রতীক। অন্ধকার থেকে উঠে আসার মাত্র এক বছরের মধ্যে পোশাক ব্র্যান্ডটির বাজারমূল্য প্রায় ৪০ কোটি রুপি ছুঁয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫৪ কোটি টাকা।
বিজ্ঞাপন

ওই সাক্ষাৎকারে রিয়া বলেন, ‘সুশান্ত অপমৃত্যু মামলায় গ্রেফতার হওয়ার পর গভীর হতাশায় ডুবে গিয়েছিলাম। তখনই সিদ্ধান্ত গ্রহণ করি শোবিজ জগতের বাইরে নিজের জন্য নতুন রাস্তা তৈরি করব। মধ্যবিত্ত ক্রেতাদের লক্ষ্য করে ২০২৪ সালের আগস্টে অনলাইন স্টোর হিসেবে ‘চ্যাপ্টার ২ ড্রিপ’ ব্র্যান্ডটির যাত্রা শুরু। ২০২৫-এর জুনে মুম্বাইয়ের বান্দ্রায় প্রথম স্টোর চালু করা হয়।’
রিয়া চক্রবর্তীকে সর্বশেষ দেখা গেছে ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত চেহরে ছবিতে। অমিতাভ বচ্চন ও ইমরান হাশমির সঙ্গে অভিনয় করা এ ছবির পর তিনি টেলিভিশনে ফিরে আসেন এমটিভি রোডিজ: কর্ম বা কাণ্ড–এ গ্যাং লিডার হিসেবে।
ইএইচ/

