বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

কারিশমা কাপুরকে না পেয়ে আজও অবিবাহিত অক্ষয় 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ পিএম

শেয়ার করুন:

কারিশমা কাপুরকে না পেয়ে আজও অবিবাহিত অক্ষয় 

‘ধুরন্ধর’ -এ ধুন্ধুমার অভিনয় করে সবার মুখে মুখে অক্ষয় খান্না। পর্দায় রহমান ডাকাত হয়ে দর্শকের মন ভরিয়েছেন। এবার উঠে এসেছে অভিনেতার ব্যক্তিগত জীবন। গুঞ্জন রয়েছে কারিশমা কাপুরের কারণে আজও অবিবাহিত অক্ষয়।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, একটা সময় গুঞ্জন ছিল কারিশমা-অক্ষয়ের প্রেম নিয়ে। কারিশমার বাবা রণধীর কাপুরেরও নাকি সায় ছিল। বিনোদ খান্নার কাছে প্রস্তাবও পাঠিয়েছিলেন তিনি।


বিজ্ঞাপন


কিন্তু কারিশমা-অক্ষয়ের সম্পর্কে বাঁধা হয়ে দাঁড়ান অভিনেত্রীর মা ববিতা কাপুর। বেঁকে বসেন তিনি। চাননি ভরা ক্যারিয়ার ফেলে সংসারী হোক মেয়ে। ঠিক এ কারণেই নাকি বিয়েটা হয়নি দুজনের।

তারপর থেকেই একা অক্ষয়। ওদিকে কারিশমারও আর হয়নি স্থায়ী সম্পর্ক। অভিষেক বচ্চনের সঙ্গে বিয়ে ঠিক হলেও ভেঙে যায়। পরে সঞ্জয় কাপুরের সঙ্গে ঘর বাঁধলেও টেকেনি। দুই সন্তান জন্মের পর ভেঙে যায় ঘর।

এদিকে চিরকুমার অক্ষয়কে নিয়েও চলে গুঞ্জন। তবে কি কারিশমার কারণেই অন্য নারীর আঁচলে বাঁধা পড়েননি? প্রশ্ন অনেকের। যদিও মুখ খোলেননি খান্না। শুধু বলেছেন, ‘আগে ভালো পার্টনার পেতে হবে। আমাদের বিয়ে করা উচিত নয় কারণ সবাই করে বলে। এমনকি পরিবারের চাপেও করা উচি নয়, আপনি নিজে প্রস্তুত না হলে বিয়ে থেকে বিরত থাকা উচিত’।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর