বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ০১:১০ পিএম

শেয়ার করুন:

সড়ক দুর্ঘটনায় নিহত জনপ্রিয় অভিনেত্রী

জনপ্রিয় মার্কিন অভিনেত্রী ওয়েন অ্যালটন ডেভিস সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। গত ৮ ডিসেম্বর নিউ ইয়র্কের ম্যানহাটনে একটি গাড়ির ধাক্কায় মাথায় গুরুতর আঘাত পান। আহত অবস্থায় তাঁকে মাউন্ট সিনাই ওয়েস্ট হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। 

পুলিশের তথ্য অনুযায়ী, গত সোমবার (৮ ডিসেম্বর) রাত প্রায় ৯টার কিছুক্ষণ আগে মিডটাউন ম্যানহাটনের ওয়েস্ট ৫৩তম স্ট্রিট এবং ব্রডওয়ের সংযোগস্থলে অভিনেত্রীর গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে। 


বিজ্ঞাপন


দুর্ঘটনার কারণ জানতে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টের হাইওয়ে ডিস্ট্রিক্ট কলিশন ইনভেস্টিগেশন স্কোয়াড তদন্ত শুরু করেছে। তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফেতার করা হয়নি। 

অভিনেত্রীর মৃত্যুর পর তার ম্যানেজার দ্য নিউ ইয়র্ক টাইমসকে জানান, স্ট্যান্ড-আপ কমেডিয়ান হিসেবে ক্যারিয়ার গড়ার জন্য তিনি নিউ ইয়র্ক শহরে চলে আসেন। শোবিজ অঙ্গনে পা রাখার আগে এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে কাজ করতেন।

MV5BZjhhMmQwNjItNmI5My00YWIzLWFkZTctMDJkMTg2YTAwZWU2XkEyXkFqcGc@.


বিজ্ঞাপন


এদিকে ডেভিসের প্রতিবেশী এডওয়ার্ড রেনোসো ডেইলি নিউজকে জানিয়েছেন, অভিনেত্রীর মৃত্যুর মাত্র কয়েক ঘণ্টা আগে তার সঙ্গে কথা বলেছিলেন। অভিনেত্রী তাঁকে বলেছিলেন, ‘আমি তোমাকে ভালোবাসি, আমি তোমার কাছে কৃতজ্ঞ।’ অভিনেত্রীর প্রতিবেশী রেনোসো বলেন, ‘আমার কাছে এটা খুব অদ্ভুত মনে হয়েছিল, কারণ আমার মনে হচ্ছিল তিনি যেন শেষ বিদায় নিচ্ছেন। তার মৃত্যুর পর এখন সবকিছুই খুব অদ্ভুত লাগছে।’

ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর