মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ঈদেও দেশে ফিরছেন না শাকিব

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ জুলাই ২০২২, ০৫:৩৪ পিএম

শেয়ার করুন:

ঈদেও দেশে ফিরছেন না শাকিব

আসি আসি করেও দেশে ফিরে আসছেন না ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সাত মাস ধরে মার্কিন মুলুকে আছেন তিনি। এরইমধ্যে চলে গেছে রোজার ঈদ। এ সময় নাড়ির টানে সবাই বাড়ি ফিরলেও ফেরেননি শাকিব। কথা ছিল কোরবানি ঈদটা বাংলাদেশেই করবেন তিনি। কিন্তু সেটিও হচ্ছে না। এই ঈদেও দেশের বাইরেই থাকছেন তিনি। এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন শাকিব নিজেই।

শাকিব জানান, ঈদটা যুক্তরাষ্ট্র করবেন তিনি। ঈদের পর এ মাসেই দেশে ফিরে আসবেন এ নায়ক।


বিজ্ঞাপন


সম্প্রতি শাকিব হাতে পেয়েছেন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমোদনপত্র অর্থাৎ গ্রিন কার্ড। গ্রিন কার্ড পেতেই দেশে ফেরার তারিখ নির্ধারণ করেছিলেন তিনি। তার ঘনিষ্ঠ সূত্র থেকে জানানো হয়েছিল, ৬ জুলাই যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন তিনি। দেশের মাটিতে পা রাখবেন ৮ জুলাই। কিন্তু সে সম্ভাবনা নাকচ করে দিলেন এই তারকা।

এদিকে এবারই প্রথম ইদুল আজহায় শাকিবের কোনো সিনেমা মুক্তি পাচ্ছে না। কিন্তু তাতে কী? প্রিয় তারকা দেশে ফিরছেন— এমন সান্তনা নিয়ে বুক বেঁধেছিলেন তার অনুরাগীরা। কিন্তু সে আশাও পূরণ হচ্ছে না তাদের।

আরআর

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর