বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

অভিনয়ে ইতি টানছেন বোমান ইরানি!

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১১ ডিসেম্বর ২০২৫, ১১:৪৯ এএম

শেয়ার করুন:

অভিনয়ে ইতি টানছেন বোমান ইরানি!

দক্ষিণী সুপারস্টার প্রভাসের আসন্ন ছবি ‘দ্য রাজা সাব’-এর জন্য যখন ভক্তরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন, ঠিক তখনই সোশ্যাল মিডিয়ায় একটি রহস্যময় পোস্ট করে জল্পনার আগুন উসকে দিলেন এ ছবির অভিনেতা বোমান ইরানি। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে অভিনেতা লিখেছেন, ‘মাঝে মাঝে অদ্ভুত অনুভূতি হয় একই গল্প, পুরনো নাটকীয়তা। সত্যি বলতে, আমার মনে হয় আমি আমার সীমায় পৌঁছে গিয়েছি। আমি ক্লান্ত। হয়তো এখনই সরে আসার মোক্ষম সময়। কোনো ঝামেলা নয়, কোনো নাটক নয়। আমি ঠিক আছি, শুধু একটু বিশ্রামের প্রয়োজন। এটা এখন আমার মনে এসেছে।’ 


বিজ্ঞাপন


অভিনয় জীবনের ইতি টানার ইঙ্গিতপূর্ণ পোস্টে তার ভক্তরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। 

munna-bhai

দুই দশকেরও বেশি সময় ধরে বলিউডের পর্দায় একের পর এক জনপ্রিয় চরিত্র উপহার দিয়েছেন বোমান ইরানি। ‘থ্রি ইডিয়টস’ সিনেমায় ডিন বীরু সহস্ত্রাবুদ্ধের চরিত্র এখনও দর্শক হৃদয়ে জীবন্ত হয়ে রয়েছে। যিনি কলেজে ‘ভাইরাস’ নামে অধিক পরিচিত ছিলেন। 

তার ঝুলিতে রয়েছে ‘মুন্না ভাই এম.বি.বি.এস’, ‘থ্রি ইডিয়টস’, 'ডন'-এর মতো জনপ্রিয় ছবি। কাজের স্বীকৃতি স্বরূপ পেয়েছেন বহু সম্মান। ‘থ্রি ইডিয়টস’ সিনেমার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা ফিল্মফেয়ার অ্যাওয়র্ড পান তিনি।


বিজ্ঞাপন


ইএইচ/

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর