সৌদি আরবের রেড সি ফিল্ম ফেস্টিভ্যালে হাজির হয়ে শুধু ফ্যাশন স্টেটমেন্টই করলেন না, নিজের ক্যারিয়ারের এক দশক নিয়েও মন খুলে কথা বললেন আলিয়া ভাট। কালো ফ্লোয়ি গাউনে শ্বাশত সুন্দরী এই অভিনেত্রী জানালেন, কীভাবে ১৭ বছরের সেই তরুণী থেকে তিনি এখন অনেক বেশি পরিণত।
মাত্র ১৭ বছর বয়সে করণ জোহরের ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ দিয়ে যাত্রা শুরু হয়েছিল আলিয়ার। সেই সময়ের কথা মনে করে তিনি বলেন, ‘আগে আমি অনেক বেশি উদ্যমী ছিলাম, নিজেকে প্রমাণ করার তাগিদ ছিল। সব জায়গায় থাকতে চাইতাম, সব করতে চাইতাম।’ ইমতিয়াজ আলির ‘হাইওয়ে’-এর সময়টাকে তিনি তার ক্যারিয়ারের অন্যতম সেরা সময় হিসেবে চিহ্নিত করেন।
বিজ্ঞাপন
কিন্তু ৩০-এর কোঠায় এসে সেই তাড়াহুড়ো নেই। আলিয়ার ভাষ্য, ‘এখনও আমি আগের মতোই উৎসাহী, তবে আমার পদ্ধতিটা এখন অনেক বেশি 'সাইলেন্ট' বা শান্ত। এখন আর হুজুগে ভাসি না, বরং পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নিই।’ তবে অভিনেত্রী স্বীকার করেন, তিনি এখনও সেই কিশোরীর মতো সহজাত সত্তাটাকে ধরে রাখতে চান, যে ক্যালকুলেশন না করে কেবল ইনস্টিংকট বা সহজাত প্রবৃত্তির ওপর ভরসা করে।
ফেস্টিভ্যালে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তার আসন্ন স্পাই থ্রিলার ‘আলফা’। ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের ইতিহাসে এটিই প্রথম নারী-নেতৃত্বাধীন ছবি। শর্বরী ও ববি দেওলের সঙ্গে আলিয়াকে দেখা যাবে এই ছবিতে, যা ২০২৬ সালের এপ্রিলে মুক্তি পাবে।
এই ছবি নিয়ে আলিয়া খুবই সতর্ক। তিনি স্পষ্ট জানালেন, ‘এটি বক্স অফিসে একটি বড় ঝুঁকি। কারণ, এই ইউনিভার্সের পুরুষ-কেন্দ্রিক ছবিগুলো (শাহরুখ, সলমন, ঋতিক) যেমন সফল হয়েছে, নারী-কেন্দ্রিক ছবির ক্ষেত্রে সেই ইতিহাস এখনও তৈরি হয়নি।’ তবে এই চ্যালেঞ্জ নিতেই তিনি প্রস্তুত। শিব রাওয়াইল পরিচালিত এই ছবি প্রযোজনা করছেন আদিত্য চোপড়া।
‘আলফা’র পাশাপাশি আলিয়া এখন ব্যস্ত সঞ্জয় লীলা বনশালির ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রস্তুতি নিয়ে। স্বামী রণবীর কাপুর ও ভিকি কৌশলের সঙ্গে এই ছবিতে তাকে দেখা যাবে, যা নিয়ে ভক্তদের উন্মাদনা তুঙ্গে।
বিজ্ঞাপন

রেড কার্পেটে আলিয়া
রেড সি-তে আলিয়ার লুক ছিল ‘গ্ল্যামারাস ইলেগেন্স’-এর মিশ্রণ। কালো ফ্লোয়ি গাউন, যা শরীরের স্লিম সিলুয়েট ফুটিয়ে তুলেছে। সঙ্গে ছিল ডেইন্টি স্টোন-স্টাডেড নেকলেস আর ছোট্ট স্টাড। চোখে কালো শেডস আর প্লাম্প হিলস পুরো লুককে করেছে আরও রিফাইন্ড। মেকআপে ছিল হাইলাইটেড বেস, সফট পিংক ব্লাশ আর মাস্কারা-হেভি ল্যাশ, যা তাকে দিয়েছিল ফ্রেশ এবং ক্যারিশম্যাটিক লুক।
আলিয়ার এই সফরের সময়ই বলিউড ইন্ডাস্ট্রির জন্য বড় খবর এসেছে। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ২০২৬ সাল থেকে যুক্তরাজ্যে শুটিং করবে যশরাজ ফিল্মসের (উয়াইআরএফ) তিনটি বড় বাজেটের ছবি। এর ফলে ব্রিটেনে ৩ হাজারেরও বেশি কর্মসংস্থান হবে। ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’র ৩০ বছর পূর্তিতে বলিউড আবার ব্রিটেনে ফিরছে, যা ইন্ডাস্ট্রির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে।

