মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে দেখিনি, রণবীরকে নিয়ে বিস্ফোরক সহকর্মী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

শেয়ার করুন:

এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে দেখিনি, রণবীরকে নিয়ে বিস্ফোরক সহকর্মী 

একইসঙ্গে সাফল্য ও সমালোচনার হাত ধরে হাঁটেন রণবীর কাপুর। নারীসঙ্গ, বদমেজাজসহ বিভিন্ন কারণে আলোচনার টেবিলে থেকেছেন তিনি। এবার অভিনেতা উলঙ্গ ও নির্লজ্জ বলে সম্বোধন সহকর্মীর।

ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ছোট কাপুরকে নিয়ে মুখ খুলেছেন বলিউডের স্বনামধন্য লেখক তথা অভিনেতা পীযূষ মিশ্র। রাহার বাবার সঙ্গে ‘রকস্টার’, ‘তামাশা’য় অভিনয় করেছেন তিনি।


বিজ্ঞাপন


ranbirr

রণবীরের সঙ্গে অভিনয়ের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, “ছেলেটি একেবারে অন্যদের থেকে আলাদা। এত নির্লজ্জ, উলঙ্গ মানুষ জীবনে আজ পর্যন্ত দেখিনি আমি। ক্যামেরা চললে যেমন পুরোপুরি চরিত্রের মধ্যে ঢুকে যায়। শট দেওয়ার সময় যতটা ফোকাসড থাকে, ক্যামেরা বন্ধ হলেই রণবীর একেবারে অন্য মানুষ হয়ে যায়। তখন আর কাপুর বংশের লিগ্যাসি ওর মধ্যে কাজ করে না। ওর বাবা, ঠাকুরদা, এমনকী প্রপিতামহ পৃথ্বীরাজ কাপুরের কথাই যদি বলি, পারিবারিক লিগ্যাসির ছিটেফোঁটা দায়ভারও বহন করে না রণবীর। শট দেওয়ার বাইরে ও একেবারে মুক্ত বিহঙ্গ। ঠিক যতটা দায়িত্ব নিয়ে শুটিং করে, শট দেয়, কাজের বাইরে ততটাই বেপরোয়া রণবীর। কাপুর বংশের উত্তরাধিকার হিসেবে বাড়তি কোনও চাপই নেয় না।”

শুনতে অস্বাভাবিক মনে হলেও পীযূষ প্রশংসা-ই করেছেন রণবীরের। কিন্তু গতানুগতিকের বাইরে হওয়ায় ভাইরাল হয়েছে মন্তব্যটি। সামাজিক মাধ্যমে এ নিয়ে চলছে হইচই। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর