মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সালমানের অনুষ্ঠানে এসে ঝুঁকির মুখে রাজনীতিবিদের প্রাণ 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৯ ডিসেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

শেয়ার করুন:

সালমানের অনুষ্ঠানে এসে ঝুঁকির মুখে রাজনীতিবিদের প্রাণ 

প্রাণনাশের হুমকি-ধামকির সঙ্গে ইঁদুর দৌড় দৌড়ানো অভ্যাস হয়ে গেছে সালমান খানের। এবার তার সঙ্গী সাথীরাও লক্ষ্যবস্তু। ভাইজানের সঙ্গে মুখ দেখিয়ে জীবন হুমকির মুখে এক রাজনীতিবিদ ও অভিনেতার। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

অভিনেতা-রাজনীতিবিদ পবন সিংহ যোগ দিয়েছিলেন সালমানের শো বিগ বস ১৯ -এর সমাপ্তি আসরে। সেটি-ই কাল হয়েছে তার জন্য। এরপর থেকেই লাগাতার প্রাণ নাশের হুমকি আসছে ফোনে। জানিয়েছেন পবন নিজেই।

pawan-singh

তিনি জানান, নিস্তার পাচ্ছেন না তার সহকারীরাও। কখনও তাদের কাছে ফোন আসছে। কখনও হোয়াটস্‌অ্যাপ বার্তা। বার্তাপ্রেরক বারবার কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের দলীয় সদস্য হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। শুধুই হুমকি নয়, মোটা অংকের অর্থ চাওয়ার অভিযোগও করেছেন তিনি।

এদিকে গ্যাংস্টার হুমকি পেয়ে বসে নেই পবন। দ্বারস্থ হয়েছেন প্রশাসনের। অভিযোগ দায়ের করেন ওশিয়ারা থানায়। পুলিশ আধিকারিক দীক্ষিত গেদাম লিখিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। বসে নেই ভারতীয় পুলিশ। এরইমধ্যে তদন্তে নেমে পড়েছে তারা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর