সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১৩ ডিসেম্বরই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পিএম

শেয়ার করুন:

১৩ ডিসেম্বরই হচ্ছে আতিফ আসলামের কনসার্ট 

একের পর এক কনসার্ট স্থগিত হওয়ায় কপালে ভাঁজ পড়ে আতিফ আসলামের অনুরাগীদের। আগামী ১৩ ডিসেম্বর গান শুনতে পারবেন তো প্রিয় গায়কের? এবার তাদের চিন্তার ঘুম মুছতে এগিয়ে এলেন আয়োজকরা। জানালেন নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে হবে আতিফ আসলামের কনসার্ট। 

এক বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে দুই আয়োজক সংস্থা ‘স্পিরিটস অব জুলাই’ ও ‘মেইন স্টেইজ’  ‘স্পিরিটস অব জুলাই’। তাদের কথায়, ‘স্পিরিটস অব জুলাই’ চব্বিশের জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের চেতনা ও আকাঙ্ক্ষাকে লালন করা এক ঝাঁক তরুণ কর্তৃক পরিচালিত একটি অলাভজনক প্ল্যাটফর্ম। এরমধ্যে প্লাটফর্মটি গত ২০২৪ সালের ২১ ডিসেম্বর রাজধানীর আর্মি স্টেডিয়ামে চব্বিশের জুলাই আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের পাশে দাঁড়াতে ‘ইকোস অব রেভ্যুলেশন’ নামে একটি চ্যারিটি কনসার্ট আয়োজন করেছিল। অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত এ কনসার্টে বিশ্বখ্যাত সংগীতজ্ঞ রাহাত ফাতেহ আলী খান ও দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরা পারফর্ম করেন। যেটি থেকে আয়কৃত সম্পূর্ণ অর্থই (১ কোটি ৬৫ লাখ ১১ হাজার ৪৮৫ টাকা) স্পিরিটস অব জুলাইয়ের পক্ষ থেকে গত ৩১ ডিসেম্বর, ২০২৪ইং তারিখে ছাত্র–জনতার অভ্যুত্থানের সময় জুলাই গণহত্যায় শহীদ ও আহতদের পরিবার নিয়ে কাজ করা সংস্থা ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন (জেএসএসএফ)’-এ প্রদান করা হয়েছিল।


বিজ্ঞাপন


এরপর বলা হয়, এ বছরও জুলাই শহীদ, আহত ও তাদের পরিবারকে স্থায়ীভাবে পুনর্বাসনসহ জুলাইয়ের চেতনাকে আরও উজ্জীবিত করার লক্ষ্যে আমরা ‘ইকোস অব রেভ্যুলেশন ২.০’ নামে আরেকটি চ্যারিটি কনসার্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছিলাম, যেখানে আমরা উপমহাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী আতিফ আসলামকে আমন্ত্রণ জানিয়েছিলাম। কিন্তু, কিছু বাস্তবতা ও জটিলতার কারণে এককভাবে অনুষ্ঠানটি আয়োজন করতে না পারলেও অবশেষে ‘স্পিরিটস অব জুলাই’ এবং ‘মেইন স্টেইজ’ নামে দেশের একটি শীর্ষস্থানীয় লাইভ–এন্টারটেইনমেন্ট প্রতিষ্ঠান যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে তরুণ প্রজন্মের কাছে বছরের অন্যতম কাঙ্ক্ষিত এ অনুষ্ঠানটি (মেইন স্টেইজ শো-২০২৫)। 

আরও বলা হয়, কনসার্টটি থেকে অর্জিত মোট লভ্যাংশের ৪০ শতাংশ অর্থ এবারও ‘জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন’-এ প্রদান করা হবে। যে অর্থ সংস্থাটির চলমান শহীদ ও আহত এবং তাদের পরিবারের সদস্যদের স্থায়ী পুনর্বাসন কর্মসূচিতে ব্যবহার করা হবে। এ বিষয়ে গত ০২ নভেম্বর, ২০২৫ ইং তারিখে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সঙ্গে স্পিরিটস অব জুলাইয়ের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গতবারের ধারাবাহিকতায় এবারও সংস্থাটি নীতিগতভাবে সম্মতি জ্ঞাপন করে আমাদের এ উদ্যোগের আনুষ্ঠানিক স্বীকৃতি প্রদান ও প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, কনসার্টে প্রধান আকর্ষণ হিসেবে আতিফ আসলামই উপস্থিত থাকছেন, পাশাপাশি ফুয়াদ এবং নেমেসিসসহ দেশীয় বিভিন্ন জনপ্রিয় শিল্পীরাও মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করবেন। এ কনসার্ট আগামী ১৩ ডিসেম্বর (শনিবার) বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল নিউ প্রজেক্ট টাউন, ঢাকায় অনুষ্ঠিত হবে।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর