সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বিজয় দিবসে ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:১৯ পিএম

শেয়ার করুন:

বিজয় দিবসে ৬৪ জেলায় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান

মহান বিজয় দিবস উপলক্ষে দেশের ৬৪ জেলায় একযোগে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশিত হবে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

শনিবার (৬ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়।


বিজ্ঞাপন


এতে আরও বলা হয়, এ প্রজন্মের শিল্পীদের পরিবেশনায় একাত্তরের কালজয়ী সব গান শুনতে সবাইকে আমন্ত্রণ জানানো হচ্ছে।

১৬ ডিসেম্বর মহান বিজয়। দীর্ঘ নয়মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর ১৯৭১ সালে পাক হানাদার বাহিনীকে পরাজিত করে বাঙালি জাতি ছিনিয়ে এনেছিল কাঙ্ক্ষিত বিজয়। পেয়েছিল স্বাধীনতা, সার্বভৌমত্ব ও লাল সবুজের পতাকা। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর