দেড় দশক আগে দর্শকের মন জয় করে নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘গ্র্যাজুয়েট’ নাটকটি। এতে ‘আবুল’ চরিত্রে অভিনয় করে সবার মনোযোগ নিজের দিকে টানেন এমএনইউ রাজু। লম্বা সময় পর জনপ্রিয় চরিত্রটি ফিরছে। রাজের আরেক ধারাবাহিক ‘এটা আমাদেরই গল্প’-এ দেখা যাবে তাকে।
ধারাবাহিকটিতে আবুলের আবির্ভাবের মাধ্যমে চরিত্র থেকে ‘ইউনিভার্স’ তৈরির যুগে ঢুকল বাংলা নাটক। একই চরিত্রে ফের অভিনয় প্রসঙ্গে ঢাকা মেইলকে রাজু বলেন, ‘এটা আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং। কারণ আবুল প্রায় ১৭ বছর আগের একটা ক্যারেক্টার। এতদিন পর একই চরিত্রে অভিনয় করা কঠিন। কেননা আমার ওই বয়সটা এখন নেই। ফলে অনেককিছু বদলে গেছে। আবুলের সঙ্গে পরিচিত যে জেনারেশন তাদেরও বয়স হয়েছে। এখনকার জেনারেশন ওই সময় শিশু ছিল। আবুলকে চেনে না তারা। তাদের জন্য নতুন চমক হবে।’
বিজ্ঞাপন

অভিনয়ে রাজুর শুরু ‘মাইক’ নাটকের মাধ্যমে। তাকে পাদপ্রদীপের আলোয় আনে ‘গ্র্যাজুয়েটে’র আবুল। এরপর কেটে যাওয়া লম্বা সময়ে নাটক-ওটিটি-সিনেমায় নিজেকে প্রমাণ করেছেন। তবে যতবার ছোটপর্দায় বিশেষ করে ধারাবাহিকে হাজির হয়েছেন ততবার-ই তুমুল জনপ্রিয়তা পেয়েছে তার অভিনীত চরিত্রগুলো।
উদাহরণস্বরুপ, ‘গ্র্যাজুয়েটে’র আবুল, ‘হিট’-এর জামাল, ‘ফ্যামিলি ক্রাইসিসে’র মোজাম্মেল বিয়াই, ‘দেনা-পাওনা’র হোসেনের কথা বলা যায়। তার একক নাটকেও তার চরিত্রগুলো মনে রেখেছে দর্শক। অনেকে সেসব নামেও সম্বোধন করেন তাকে।

বিজ্ঞাপন
হাত দিয়ে যে চরিত্র ছুঁয়ে দেন তা-ই পায় জনপ্রিয়তা। কীভাবে কী? জবাবে রাজু বলেন, ‘আমি মূলত ক্যামেরার পেছনের মানুষ। যার কারণে আগেই অভিনয়টা শিখে ফেলছি। অনেক সিনিয়রদের সাথে কাজ করা হয়েছে। সহকারী পরিচালক হওয়ার সুবাদে তাদের সঙ্গে স্ক্রিপ্ট নিয়ে কথা বলতে হয়েছে, দৃশ্য বোঝাতে হয়েছে। যে শিল্পীদের অভিনয় দেখে বড় হয়েছি, আইডল হিসেবে মেনেছি সহকারী পরিচালক থাকাকালীন তাদের অভিনয় খুব কাছে থেকে দেখেছি। এত কাছে থাকার পরও যদি অভিনয়টা রপ্ত না পারতাম তবে সেটা আমার ব্যর্থতা হতো।’
এরপর বলেন, ‘তাছাড়া যেহেতু পরিচালনা করি সেহেতু শিল্পীদের অভিনয় হচ্ছে কিনা দেখতে হয়। অভিনয় বের করে আনতে হয়। অতএব আমি আমি বুঝি কোনটা হচ্ছে আর কোনটা হচ্ছে না। আরেকটা বিষয় হচ্ছে ডিরেক্টর হতে হলে সাধারণ দর্শকের মন পড়ার ক্ষমতা রাখতে হয়। তারা কী চান জানতে হয়। পরিচালনার জায়গা থেকে সে অভিজ্ঞতাও আমার আছে। ফলে ক্যামেরার সামনে নিজের কাজটা সাবলীলভাবে করে যাই। কারণ আমি জানি দিনশেষে সাবলীলতা-ই মানুষ নেয়। দর্শক অতিরিক্ত কিছু নিতে চান না।’

এদিকে ১১ ডিসেম্বরে মুক্তি পাচ্ছে রায়হান রাফী পরিচালিত ‘নূর’ সিনেমা। এতে অভিনয় করেছেন রাজু। পাশাপাশি বর্তমানে ব্যস্ত বেশ কিছু নাটক নিয়ে। পরিচালনা, অভিনয়ের পাশাপাশি একজন সংগীতশিল্পী রাজু। ‘ক্যান জোসনা’, ‘মিছা কথা কমু না’সহ বেশকিছু জনপ্রিয় গান রয়েছে তার।
আরআর

