রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

৩০ হাজার কোটি রুপির সম্পদ সঞ্জয়ের, কত পেলেন কারিশমার ছেলে-মেয়ে

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

শেয়ার করুন:

৩০ হাজার কোটি রুপির সম্পদ সঞ্জয়ের, কত পেলেন করিশমার ছেলে-মেয়ে

পোলো খেলতে গিয়ে গত ১২ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান কারিশমা কাপুরের প্রাক্তন স্বামী সঞ্জয় কাপুর। তার মৃত্যুর পর সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে তাঁর মা এবং তিন স্ত্রীর মধ্যে টানাপোড়েন চলছে। প্রাক্তন স্বামীর সম্পদের ভাগ বুঝে নিতে কয়েক দফায় দিল্লির আদালতে হাজির হয়েছেন কারিশমা ও তার দুই সন্তান। তবুও কাটেনি জটিলতা। 

কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ানের দাবি, সঞ্জয়ের সম্পত্তি থেকে কোনো ভাগ পাননি তাঁরা। এমন অবস্থায় তারা ঠিকমতো স্কুলের বেতন দিতে পারছেন না। তবে অভিনেত্রীর সন্তানদের এমন দাবিকে মিথ্যা বলে জানিয়েছেন সঞ্জয়ের বর্তমান স্ত্রী প্রিয়া সচদেব। 

Karishma_2

সম্প্রতি দিল্লির একটি আদালতে তিনি জানিয়েছেন, সঞ্জয়ের ৩০ হাজার কোটি রুপির সম্পত্তির মধ্যে কারিশমার সন্তানরা পেয়েছেন এক হাজার নয়শো কোটি রুপির সম্পত্তি। শুধু তাই নয়, তার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করেছেন প্রিয়া। তাঁদের পড়াশোনার যাবতীয় খরচ দিয়েছেন তিনি।

এদিকে সঞ্জয়ের মায়ের অভিযোগ, তাঁর কাছ থেকে সব সম্পত্তি কেড়ে নেওয়া হয়েছে। তবে এ দাবিকে অস্বীকার করে দিল্লির আদালতকে প্রিয়া জানিয়েছেন, সঞ্জয় বেঁচে থাকতে তাঁর মাকে যে পরিমাণ অর্থ দিতেন, তাই দেওয়া হচ্ছে।  

২০০৩ সালে সঞ্জয় কাপুরের সঙ্গে গাঁটছড়া বাঁধেন কারিশমা। ২০১৬ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। কারিশমা-সঞ্জয়ের দুই সন্তান। কারিশমার সঙ্গে বিচ্ছেদের পর ২০১৭ সালে অভিনেত্রী প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয়।

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর