রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হাসপাতালে নচিকেতা

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৫, ১১:১৭ এএম

শেয়ার করুন:

হাসপাতালে নচিকেতা

গুরুতর অসুস্থ ভারতের জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী। হার্টের সমস্যাজনিত কারণে শনিবার (৬ ডিসেম্বর) হাসপাতালে ভর্তি করা হয়। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুহূর্তে তিনি স্থিতিশীল অবস্থায় রয়েছেন। 

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কয়েকদিন ধরে শরীর ভালো যাচ্ছিল না। শারীরিক অসুস্থতার কারণে আসানসোলে শো বাতিল করেছেন এই কণ্ঠশিল্পী। আজ রোববার (৭ ডিসেম্বর) শো করার কথা ছিল তার। এছাড়াও শারীরিক অবস্থা বিবেচনায় আগামী শো-গুলো বাতিল করা হয়েছে।


বিজ্ঞাপন


591744585_1417964599685803

এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে অসুস্থতার কারণে রামপুরহাটের একটি শো বাতিল করা হয়। এরপর তাঁর পরিবারের পক্ষ থেকে জানানো হয় যে, নচিকেতার সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে। যা শীতে বেড়ে যায় এবং শীতে টানা শো থাকায় সমস্যা আরও বাড়ে। 

এবার যদিও সারভাইকাল স্পন্ডিলাইটিস নয়, হার্টের রোগে নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। যদিও পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর