ক্ষমতাসীনকে ইট ছুঁড়লে পাটকেল না খাওয়া-ই যেন অস্বাভাবিক। একই দশা ভারতের ভোজপুরি গায়িকা নেহা সিংহ রাঠৌর। দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে খুঁচিয়ে মামলা খেয়েছেন এ কণ্ঠশিল্পী।
ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, কাশ্মীরের পহেলগাম হামলার ঘটনায় মোদিকে দায়ী করেন নেহা। তিনি কটাক্ষ করে বলেছিলেন, “কেন্দ্রীয় সরকার ধর্মগন্ধী। জাতি এবং ধর্মের ওপর ভিত্তি করে দেশ চলছে।”
বিজ্ঞাপন
মুহূর্তেই ভাইরাল হয় নেহার ওই মন্তব্য। সেসময় নিজের বক্তব্যের পেছনে যুক্তি উপস্থাপন করে গায়িকা জানিয়েছিলেন, পহেলগামে পর্যটকদের হামলা, তাদের নিরাপত্তার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। গায়িকা জানান, স্বাধীন দেশের একজন নাগরিক হিসাবে সেই অধিকার তার আছে।
কিন্তু কোনো প্রকার যুক্তি-ই মামলার হাত থেকে রক্ষা করতে পারেনি নেহাকে। গতকাল শুক্রবার তার আগাম জামিনের আবেদন খারিজ করে দেয় এলাহাবাদ হাই কোর্ট। প্রসঙ্গত, গায়িকার মন্তব্যের জেরেই লখনউয়ের হজরতগঞ্জ থানায় মামলা দায়ের হয়। একই অভিযোগে উত্তরপ্রদেশের নানা স্থানে একাধিক মামলার মুখোমুখি হন নেহা।

