কণ্ঠশিল্পী কাজী শুভর বাবা কাজী শাহ আলম মারা গেছেন। তিনি বার্ধক্যজনিত অসুখে ভুগে মৃত্যুবরণ করেছেন। তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন কাজী শুভ নিজেই।
আজ শনিবার (৬ ডিসেম্বর) ফেসবুকে এক স্ট্যাটাসে শুভ লেখেন, ‘আব্বা আর নাই’। তার সেই পোস্টে ভক্ত-অনুরাগীরা এসে শিল্পীকে শোক ও সমবেদনা জানাচ্ছেন।
বিজ্ঞাপন
সংবাদমাধ্যমকে গায়ক জানান, আজ শনিবার রাত ৮টায় বাংলাদেশের বরিশালের গৌরনদী উপজেলায় দক্ষিণ বিজয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তার বাবার জানাজা অনুষ্ঠিত হবে। এরপর স্থানীয় কবরস্থানে সমাহিত করা হবে তাকে। কাজী শুভর বাবা কাজী শাহ আলম বিজেএমসি কর্মকর্তা ছিলেন।
বৈচিত্রময় ধাঁচের গানে কণ্ঠ দিয়ে জনপ্রিয়তা পেয়েছেন কাজী শুভ। ‘জ্বলে ওঠো বাংলাদেশ’ কিংবা ‘মন পাঁজরে’ গান দিয়ে সহজেই নিজেকে চিনিয়েছিলেন কাজী শুভ। কণ্ঠ দেওয়ার পাশাপাশি শুরু থেকেই সুর করছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজী শুভ। অডিওতে তার গাওয়া ও সুরের অনেক গানই শ্রোতাপ্রিয় হয়েছে। ফোক গানে রয়েছে তার বিশেষ গ্রহণযোগ্যতা।

