শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

জাস্টিন-কেটি পেরির প্রেমে সিলমোহর জাপানের সাবেক প্রধানমন্ত্রীর

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৫২ পিএম

শেয়ার করুন:

মার্কিন পপ তারকার প্রেমে মজেছেন জাস্টিন ট্রুডো

স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর থেকে মার্কিন পপ তারকা কেটি পেরির প্রেমে মজেছেন কানাডার সাবেক প্রাধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তাঁদের সম্পর্কের কথা এতোদিন গোপন রাখলেও এবার প্রকাশ্যে দুইজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। 

গত অক্টোবরে ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় চুম্বনরত অবস্থায় ক্যামেরাবন্দি হয়েছিলেন কেটি-জাস্টিন। এবার জাপানের সাবেক প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার বাড়িতে দাওয়াতে হাজির হয়েছেন তারা। ছবিগুলো প্রাকশ্যে আসতেই তোলপাড় নেটদুনিয়া। আনুষ্ঠানিকভাবে তাঁদের সম্পর্কের গুঞ্জনে সিলমোহর বসালেন কিশিদা!

trudo

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রুডোর সঙ্গে টোকিওয় উপস্থিত থাকার জন্য শেষমুহূর্তে নিজের বিশ্ব ভ্রমণের শিডিউল বদলেছেন কেটি পেরি। বন্ধু কিশিদার বাড়িতে নৈশভোজের আমন্ত্রণ রক্ষা করতে গত বুধবার (৩ ডিসেম্বর) জাপানে পৌঁছেছেন এই আলোচিত জুটি। 

কানাডার সাবেক প্রধানমন্ত্রী ও মার্কিন তারকার ছবি সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে কিশিদা লিখেছেন, ‘প্রেমিকা কেটি পেরিকে নিয়ে জাপানে এসেছেন জাস্টিন ট্রুডো। আমাদের সঙ্গে নৈশভোজও করেছেন তাঁরা।’ ওই পোস্টে জাপানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ট্রুডো লিখেছেন, ‘ইউকো আর তোমার সঙ্গে আড্ডা দেওয়ার সুযোগ পেয়ে খুব ভালো লাগল। আমাদের বন্ধুত্ব অটুট রাখার জন্য ধন্যবাদ ফুমিও।’ এরপর জাস্টিনের প্রতিত্তরে কিশিদা লেখেন, ‘ধন্যবাদ, তুমি আর কেটি ভালো করে ছুটি কাটাও।’

trudo

কিশিদার শেয়ার করা ছবিতে দেখা যায়, দুই প্রাক্তন প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের সঙ্গীকে। একফ্রেমে কিশিদা ও তাঁর স্ত্রী ইউকো। পাশেই ট্রুডোর পিঠে হাত দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন কেটি পেরি। 

ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর