কাহলিল জিবরানের বিখ্যাত স্যাটান গল্প অবলম্বনে নির্মিত ‘শয়তান’ মঞ্চস্থ হতে যাচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে।
শব্দ থিয়েটারের প্রযোজনায় শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে নাটকটি। এর আগে দেশের বিভিন্ন জেলায় ৭বার সফল মঞ্চায়ন হয়েছে নাটকটি। নাটকটি মঞ্চরূপ দিয়েছেন অবলম্বনে নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান।
বিজ্ঞাপন

নাটকে উঠে এসেছে মানবচেতনা, পাপ-পুণ্য, নৈতিকতা ও আত্মদ্বন্দ্বের গভীর দার্শনিক অনুসন্ধান। মানুষের ধর্মীয় ও সামাজিক কাঠামোর মুখোমুখি দাঁড়িয়ে ‘শয়তান’ চরিত্রকে প্রশ্ন ছুঁড়ে দেওয়া নাটকের প্রধান শক্তি। শব্দ থিয়েটার জানায়, এই নাটক দর্শকদের শুধু বিনোদন নয়, বরং গভীর ভাবনার ভেতর নিয়ে যাবে। মানুষের আত্মপরিচয় ও বিশ্বাসকে প্রশ্ন করা করার সুযোগ তৈরি করবে।
নাটকটি ঢাকায় প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) যশোর শিল্পকলা একাডেমিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে শব্দ থিয়েটার। এতে উপস্থিত ছিলেন নাট্যকার ও নির্দেশক মাস্উদ জামান, প্রচার সম্পাদক পিয়াশ মন্ডল, দপ্তর সম্পাদক তানভীর হাসান, এবং অভিনেতা বনিফেস।
বক্তারা জানান, ‘শয়তান’ নাটকটি এখন শব্দ থিয়েটারের অন্যতম সফল প্রযোজনা। দেশের বিভিন্ন মঞ্চে প্রদর্শনকালে দর্শকরা নাটকটির দার্শনিক ভাবনা, অভিনয়শৈলী এবং মঞ্চরূপের প্রশংসা করেছেন। দর্শকদের আগ্রহই ঢাকায় প্রথমবারের মতো আয়োজনের প্রধান অনুপ্রেরণা।
বিজ্ঞাপন

শব্দ থিয়েটার জানায়, রাজধানীর দর্শকদের জন্য এটি হবে এক ভিন্নধর্মী থিয়েটার অভিজ্ঞতা। যেখানে নান্দনিক মঞ্চসজ্জা, সংবেদনশীল অভিনয় এবং দার্শনিক বয়ানের সমন্বয়ে তৈরি হবে এক অনন্য নাট্যযাত্রা।
নাটকের টিকিট মূল্য ১০০ ও ২০০ টাকা। শনিবার (৬ ডিসেম্বর) জাতীয় নাট্যশালার হল কাউন্টার এবং অনলাইন থেকে দর্শনার্থীর তাঁদের টিকিট সংগ্রহ করতে পারবেন।
ইএইচ/

