শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০২৫, ১২:৫৫ পিএম

শেয়ার করুন:

আসছে ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’

‘মাইশেলফ অ্যালেন স্বপন’ ও ‘গোলাম মামুন’ দিয়ে শিহাব শাহীন দেখিয়েছেন কনটেন্ট কাকে বলে। ফলে ওয়েব কনটেন্ট দুটির পরবর্তী মৌসুম নিয়ে আগ্রহের শেষ নেই দর্শকের। তাদের জন্য মন ভালো করা খবর দিলেন নির্মাতা। জানালেন ‘মাইশেলফ অ্যালেন স্বপন ৩’ ও ‘গোলাম মামুন ২’ আসছে।

সংবাদমাধ্যমকে শিহাব শাহীন জানিয়েছেন, চলছে স্ক্রিপ্টিংয়ের কাজ। আগামী বছর হবে দৃশ্যধারণ। বরাবরের মতো এবারও সিরিজ দুটি ঘুরবে নাসির উদ্দিন খান ও জিয়াউল ফারুক অপূর্বকে ঘিরে।


বিজ্ঞাপন


allen_poster_13

২০২২ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘সিন্ডিকেট’ সিরিজ থেকে অ্যালেন স্বপনকে তুলে আনেন শিহাব শাহীন। তাকে দিয়ে বানান ‘মাইশেলফ অ্যালেন স্বপন’। প্রথম মৌসুম দিয়েই বাজিমাত করেন তিনি। চলতি বছর সিরিজটির দ্বিতীয় মৌসুম এসেছে। 

দ্বিতীয় মৌসুমে রাফিয়াত রশিদ মিথিলা, সুমন আনোয়ার, আইমন শিমলা, ফরহাদ লিমন, অর্ণব ত্রিপুরা, জেফার রহমানসহ আরও অনেকে অভিনয় করেছেন। আসছে মৌসুমে বেশ কয়েকজন নতুন শিল্পী যোগ হবে বলে জানিয়েছেন নির্মাতা। 

golam_mamun1_bmdb_image


বিজ্ঞাপন


অ্যালেন স্বপনের মতো গোলাম মামুনকে শিহাব শাহীন তুলে আনেন তানিম রহমান অংশুর বুকের মধ্যে আগুন ওয়েব সিরিজ থেকে। প্রথম মৌসুমে গোলাম মামুনরূপী অপূর্বের সঙ্গে ছিলেন সাবিলা নূর। এবারও থাকছেন তিনি। 

সম্প্রতি মুক্তি পায় শিহাব শাহীনের ওয়েব ফিল্ম 'তোমার জন্য মন'। এতে অভিনয় করেন ইয়াশ রোহান ও তানজিম সাইয়ারা তটিনী। মুক্তির অপেক্ষায় আছে এ নির্মাতার ওয়েব ছবি ‘তুমি আমি শুধু’। এতে অভিনয় করেছেন প্রীতম হাসান ও জেফার রহমান। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর