মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রতারণার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

প্রতারণার অভিযোগে গ্রেফতার জনপ্রিয় অভিনেত্রী

প্রতারণা ও ঋণ জালিয়াতির অভিযোগে থাইল্যান্ডের অভিনেত্রী রাইবেনা ইন্টাচাইকে গ্রেফতার করেছে ইকোনমিক ক্রাইম সাপ্রেশন ডিভিশনের পুলিশ কর্মকর্তারা। যিনি ‘নানা রাইবেনা’ নামে পরিচিত।  

বুধবার (৩ ডিসেম্বর) সকালে রাজধানী ব্যাংককের ফ্রা খানং এলাকায় তার বাসভবন থেকে গ্রেফতার করা হয়। বেশ কয়েকজন ভুক্তভোগী অভিনেত্রীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ দায়ের করেন। তাঁদের অভিযোগের প্রেক্ষিতে তাকে গ্রেফতার করা হয়েছে। 


বিজ্ঞাপন


রাইবেনাকে গ্রেফতারের সময় সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো (সিআইবি)-এর অফিসিয়াল ফেসবুক পেজে সরাসারি সম্প্রচার করা হয়। পোস্টের ক্যাপশনে লেখা হয়, ‘সিআইবি আজ বুধবার সকালে প্রতারণামূলক পাবলিক ঋণের অভিযোগে অভিনেত্রীকে গ্রেফতার করেছে।’

474613288_575609591956882_865754248472482790_n

এর আগে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছিল যে, ‘এন’ আদ্যক্ষর দিয়ে পরিচিত একজন সেলিব্রিটি তার বন্ধুদের প্রায় ৪০ কোটি টাকার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছেন। যদিও 'N'-এর পরিচয় আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। 

তবে বেশিরভাগ জল্পনা ছিল টেলিভিশন উপস্থাপক, অভিনেত্রী এবং রেসিং ড্রাইভার হিসেবে পরিচিত ‘নানা রাইবেনা’কে ঘিরে। পরবর্তীতে অভিনেত্রী এক বিবৃতি স্বীকার করেন যে, গুঞ্জনে উল্লিখিত 'N.' সেলিব্রিটি তিনিই। 


বিজ্ঞাপন


ইএইচ/  

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর