বলিউডের ‘হি-ম্যান’ নামে পরিচিত অভিনেতা ধর্মেন্দ্র প্রয়াত হয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর মুম্বাইয়ের জুহুতে নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এর আগে শ্বাসকষ্টের কারণে তাকে অক্টোবরে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ১২ নভেম্বর তাঁকে হাসপাতাল থেকে বাড়িতে নিয়ে যাওয়া হয়।
ধর্মেন্দ্রর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, ‘ধর্মেন্দ্রজির প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রের একটি যুগের অবসান ঘটিয়েছে। তিনি ছিলেন একজন আইকনিক চলচ্চিত্র ব্যক্তিত্ব এবং একজন অসাধারণ অভিনেতা। যিনি তাঁর অভিনীত প্রতিটি চরিত্রকে পর্দায় মনোমুগ্ধকর করে তুলেছিলেন। তাঁর সরলতা, নম্রতা অগণিত মানুষের হৃদয়কে স্পর্শ করেছিল। এই দুঃখের সময়ে তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং অগণিত ভক্তদের প্রতি আমার সমবেদনা।’
বিজ্ঞাপন

এদিকে বলিউডের বর্ষীয়ান অভিনেতার মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও। সামাজিকমাধ্যমে এক শোকবার্তায় তিনি লেখেন, ‘প্রবীণ অভিনেতা এবং প্রাক্তন সংসদ সদস্য শ্রী ধর্মেন্দ্রজির মৃত্যু ভারতীয় চলচ্চিত্রের জন্য এক বিরাট ক্ষতি। বর্ণাঢ্য কর্মজীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় উপহার দিয়েছেন অন্যতম জনপ্রিয় এই অভিনেতা। ভারতীয় চলচ্চিত্রের একজন উজ্জ্বল নক্ষত্র ছিলেন ধর্মেন্দ্র৷ তিনি এমন একটি উত্তরাধিকার রেখে গেছেন যা তরুণ প্রজন্মের শিল্পীদের অনুপ্রাণিত করবে। তাঁর পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার আন্তরিক সমবেদনা।’
ছয় দশকেরও বেশি সময় ধরে বলিউড সিনেমায় রাজত্ব করেছেন তিনি। উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘অনপড়’, ‘বন্দিনী’, ‘মেরা গাওঁ মেরা দেশ’, ‘শোলে’, ‘ধরম বীর’, ‘তেহেলকার’-এর মতো সুপারহিট ছবি।
ইএইচ/

