রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

আসছে কাভিশ, সঙ্গে শিরোনামহীন ও মেঘদল 

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ১৮ নভেম্বর ২০২৫, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

আসছে কাভিশ সাথে শিরোনামহীন ও মেঘদল 

বছরের শেষে শীত মানেই কনসার্ট। চিরায়ত এই নিয়মকে সত্যি করে শহরজুড়ে নানা আয়োজনের প্রস্তুতি চলছে৷ সেই ধারাবাহিকতায় আগামী ৫ ডিসেম্বর ২০২৫, শুক্রবার ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউতে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনসার্ট "ওয়েভ ফেস্ট সিজন ওয়ান"। উক্ত কনসার্টে অংশ নিতে পাকিস্তান থেকে আসছে জনপ্রিয় ব্যান্ড কাভিশ। সাথে থাকছে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড শিরোনামহীন ও মেঘদল।

সেমি ক্লাসিক্যাল ঘরানার গান নিয়ে ব্যান্ড কাভিশ কাজ করছে গত ২৭ বছর ধরে। শিরোনামহীন ও মেঘদল বাংলাদেশের প্রথম সারির দুই ব্যান্ড, যারা গত দুই দশকের বেশি সময় ধরে নিজেদের ভিন্নধর্মী গানের জন্য পরিচিত সারাদেশে।


বিজ্ঞাপন


অনুষ্ঠানটি আয়োজন করছে প্রাইমওয়েভ কম্যুনিকেশন্স ও ডিজিটাল পার্টনার হিসেবে আছে টোট্টেং কম্যুনিকেশন্স। কনসার্টের টিকেট এরইমধ্যে বিক্রি শুরু হয়েছে অনলাইনে। পাওয়া যাচ্ছে tickticki.com-এ।

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর