মঙ্গলবার, ২০ জানুয়ারি, ২০২৬, ঢাকা

শাবনূরের ‘রঙ্গনা’ শেষ হওয়ার আগেই ইউটিউবে, ক্ষুব্ধ অভিনেত্রী 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০২৫, ০৫:০৩ পিএম

শেয়ার করুন:

শাবনূরের ‘রঙ্গনা’ শেষ হওয়ার আগেই ইউটিউবে, ক্ষুব্ধ অভিনেত্রী 

গুঞ্জন উঠেছিল— ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমাটি অসম্পূর্ণ-ই থেকে যাচ্ছে। নির্মাতা আরাফাত হোসাইনের সঙ্গে কথা-কাজে মিল না হওয়ায় ছবিটি থেকে সরে দাঁড়াচ্ছেন এ সুপারস্টার। বিষয়টিকে সেসময় পরিচালক গুজব বলে উড়িয়ে দিলেও এবার মিলছে সত্যতা। অসম্পূর্ণ রঙ্গনার ফুটেজ ইউটিউবে পাওয়া যাচ্ছে। এতে ক্ষব্ধ শাবনূর। 

শাবনূর বলেন, ‘এত বছর ধরে সিনেমায় অভিনয় করেছি, এত এত পরিচালক–প্রযোজকের সঙ্গে কাজ করেছি, আমার জীবনে কোনো দিন এমনটা ঘটেনি! শুধু আমার সঙ্গে নয়, আমার অন্য কোনো সহকর্মীর সঙ্গেও এমনটা ঘটেছে কি না, জানা নেই। এমন খবর শোনার পর কী বলব বা বলা উচিত, তা–ও বুঝে উঠতে পারছি না। তবে এমন ঘটনা অত্যন্ত দুঃখজনক, খুবই অস্বস্তিকরও। “রঙ্গনা” সিনেমা শেষ হওয়ার আগে ফুটেজ ইউটিউবে প্রকাশের বিষয়টি অনৈতিক ও চূড়ান্ত মাত্রার অপেশাদার। শিল্পীর অনুমতি ছাড়া এমন প্রকাশ শিল্পীর মর্যাদাকে আঘাত করে।’


বিজ্ঞাপন


তবে পরিচালক আরাফাত এ প্রসঙ্গে অবগত নন বলে জানিয়েছেন সংবাদমাধ্যমকে। এর আগে ছবির প্রযোজক মৌসুমী মিথিলা বলেছিলেন, শাবনূর আপু দেশে ফিরলে আবার নতুন করে ছবিটি শুরু করবো। তখন গল্পেও পরিবর্তন আসবে। ফলে এই দৃশ্যগুলো কাজে লাগাতে পারবো না। তা ছাড়া মাঝখানে বড় একটা বিরতি পড়াতে লুকও মিলবে না। ভাবলাম দর্শকদের বঞ্চিত করে লাভ কী। যেটুকু শুটিং করেছি সেটুকুই দেখুক।

চলচ্চিত্র থেকে অনেক আগেই নিজেকে গুটিয়ে নিয়েছেন শাবনূর। পরিবার নিয়ে থিতু হয়েছেন অস্ট্রেলিয়ায়। ২০২৩ সালের শেষ দিকে ঢাকায় এসে ছবির শুটিংয়ে অংশ নিয়েছিলেন শাবনূর। প্রথম লটের কাজ শেষে অস্ট্রেলিয়া উড়াল দেন নায়িকা। কথা থাকলেও এরপর আর ফেরেননি। ছবিটি নিয়েও বলেননি কথা। এবার ইউটিউবে আসতেই জানালেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর