সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ঢাকা

‎কন্যা সন্তানের বাবা হয়েছেন ‘মালো মা’ গানের গায়ক সাগর দেওয়ান

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

‎কন্যা সন্তানের বাবা হয়েছেন মালো মা গানের গায়ক সাগর দেওয়ান

কন্যা সন্তানের বাবা হয়েছেন মালো মা গানের গায়ক সাগর দেওয়ান। খবরটি ঢাকা মেইলকে নিশ্চিত করেছেন গায়ক নিজেই।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি হাসপাতালে সন্তানের জন্ম দিয়েছেন আমার স্ত্রী ফারিয়া মাহিন। দেশটির স্থানীয় সময় রাত ১১টা, বাংলাদেশ সময় বুধবার সকাল ১০টায় কন্যা সন্তানের জন্ম হয়েছে।  

‎এদিকে বাবা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করে সাগর লিখেছেন, আলহামদুলিল্লাহ অভিনন্দন মিসেস দেওয়ান, ফারিয়া মাহিন। আল্লাহ্ তোমাকে ভালোবাসেন।

‎দুনিয়ায় স্বাগতম মা সাহারা দেওয়ান। বাবার সাথে মিলিয়ে বুধবারে আসার জন্য সুকরিয়া।

‎শুভাকাঙ্ক্ষীদের কাছে স্ত্রী ও নবজাতক কন্যার জন্য দোয়া চেয়ে তিনি লিখেছেন,  সকলে মা এবং মেয়ের জন্য দোয়া রাখবেন। শুকরিয়া আলহামদুলিল্লাহ।

‎সাগর দেওয়ান তার পোস্টে স্ত্রীর ও কন্যা সন্তানের একটি ছবি প্রকাশ করেছেন। যেখানে দেখা যায় মায়ের বুকে নবজাতক শিশু। তবে কন্যা সন্তানের মুখ দেখা যায়নি।

‎২০২৪ সালের ২৫ জুন বিয়ে করেন সাগর দেওয়ান ও ফারিয়া মাহিন। ফারিয়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং তিনি নিউইয়র্কের একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর