রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সিনেমা হল এখন কমিউনিটি সেন্টার! 

বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম

শেয়ার করুন:

সিনেমা হল এখন কমিউনিটি সেন্টার! 

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’এখন কমিউনিটি সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে!  সিনেমার অভাবে বন্ধ হওয়ার পর থেকে সেখানে চলছে বিয়ের আয়োজন। 

জানা গেছে, সিনেমা না চলায় মধুবন সিনেপ্লেক্সের আউটডোর অংশটি এখন ব্যবহার হচ্ছে কমিউনিটি সেন্টার হিসেবে। যেখানে আগে দর্শক ভিড় করতেন সিনেমা দেখতে, সেখানে এখন বিয়ের সাজসজ্জা ও ভোজের আয়োজন দেখা যায়।


বিজ্ঞাপন


প্রেক্ষাগৃহের কর্ণধার রোকনুজ্জামান ইউনূস সংবাদমাধ্যমকে জানান, ভালো কনটেন্ট না থাকায় সিনেপ্লেক্স বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন তিনি।

উত্তরাঞ্চলের প্রথম সিনেপ্লেক্স ‘মধুবন’ বন্ধ হয়ে গেল

রোকনুজ্জামান ইউনূসের ছেলে এস এম ইউনূস বলেন, ‘সিনেমা চালাতে পারছি না। আমাদের এখানে তো স্টার সিনেপ্লেক্সের মতো সুবিধা নেই। প্রতি মাসে বিপুল খরচ হয়, সেটা তোলা সম্ভব হচ্ছে না। বন্ধের আগে তিন মাসে প্রায় ৯ লাখ টাকার খরচ হয়েছে—সেটাও তুলতে পারিনি।’

আরও বলেন, ‘এখন কোনো না কোনোভাবে খরচ কিছুটা তুলতে হচ্ছে, তাই হলের আউটডোরটা মাঝে মাঝে কমিউনিটি সেন্টার হিসেবে দিচ্ছি। তবে একে পুরোপুরি কমিউনিটি সেন্টার বানানোর ইচ্ছে নেই। আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করব। নতুন সরকার এলে সহযোগিতা চাইব। যদি সহায়তা মেলে, তাহলে আবার সিনেমা চালু করব; না হলে একেবারে বন্ধ করে দিতে হবে।’

২০২১ সালে আধুনিকভাবে হলটি চালু করা হলেও সিনেমা সঙ্কট এবং ক্রমাগত লোকসানের ফলে বন্ধের সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ। গেল ১৯ সেপ্টেম্বর সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে বন্ধ করা হয় হলটি। 

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর