সাভারের আশুলিয়ায় নাট্যজগতের একসময়কার আলোচিত অভিনেতা এ আর মন্টুর বাসভবনে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়েছে। বৃহস্পতিবার গভীর রাতে শুরু হওয়া এই অভিযানে মন্টুর ছোট ছেলে মেহেদী হাসান মিঠুনসহ চারজনকে আটক করা হয়েছে।
স্থানীয়রা জানান, তারা রাতে কয়েক রাউন্ড ফাঁকা গুলির শব্দ শুনতে পান। এরপরই যৌথবাহিনী গাজীরচট এলাকার মাটির মসজিদ সংলগ্ন মন্টুর বাড়ি ঘিরে তল্লাশি চালায়।
বিজ্ঞাপন
যৌথবাহিনী জানিয়েছে, অভিযানে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৩৩ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র, প্রায় সাড়ে তিন হাজার ইয়াবা ট্যাবলেট, গাঁজা ও দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।
আটকরা হলেন- মন্টুর ছেলে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম এবং মাসুমা আক্তার রিয়া নামে এক তরুণী।
স্থানীয়রা জানান, গোলাগুলির শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে যৌথবাহিনী দ্রুত ঘটনাস্থলে গিয়ে মন্টুর বাড়ি ঘিরে ধরে তল্লাশি চালায়।
একই রাতে কামরাইল এলাকায় আলাদা অভিযানে একটি বিদেশি পিস্তলসহ আরও তিন যুবককে আটক করা হয়। আশুলিয়া থানা পুলিশ জানিয়েছে, মোট সাতজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলার প্রস্তুতি চলছে।
বিজ্ঞাপন
এ আর মন্টু একসময় নাট্যাঙ্গনে নিয়মিত অভিনয় করলেও সাম্প্রতিক বছরগুলোতে বিতর্ক ও ব্যক্তিগত জীবনের নানা ঘটনায় আলোচনায় ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, তার পরিবারের সঙ্গে এলাকাবাসীর বিরোধও নতুন নয়।
এমআইকে/এমআর

