একসাথে জুটি বেঁধেছেন জনপ্রিয় অভিনেতা শিপন মিত্র ও দীপান্বিতা রায়। জাফর আল মামুন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র চাইল্ড অব দ্য স্টেশনে প্রথমবারের মতো দেখা যাবে তাদের।
স্টেশনের প্রতিকূল বাস্তবতায় বড় হওয়া সেইসব শিশু, যাদের কাছে প্রতিটি মুহূর্তই বেঁচে থাকার লড়াই। কারও নেই পিতৃপরিচয়, কারও মাতৃ–স্নেহ। জীবন তাদের জন্য কেবল সংগ্রাম। এই অন্ধকার যন্ত্রণার ভেতর লুকিয়ে থাকা অজানা বেদনা ও কষ্টই ফুটে উঠবে ছবির চিত্রনাট্যে। পরিচালক নৈপুণ্যের সাথে এই কঠিন বাস্তবতাকে তুলে ধরেছেন।
বিজ্ঞাপন
গল্পে দীপা নামের চরিত্রটি একজন ডাক্তারের, যার স্বপ্ন বঞ্চিত মানুষের জীবনে আলো ফিরিয়ে আনা। স্টেশনে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি পুনর্বাসন কেন্দ্র গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যায় সে। তার পাশে থাকে সবচেয়ে আপন মানুষটি, প্রেমিক ডা. আবির। আবিরের ছায়ার মতো সহযোগিতা দীপার পথচলায় ভরসা হয়ে ওঠে। দুই হৃদয়ের কোমল ভালোবাসা ক্রমে পরিণত হয় জীবনের বড় শক্তিতে। দীপা ও আবির চরিত্রে অভিনয় করেছেন দীপান্বিতা রায় ও শিপন মিত্র।
তবে আবিরের অন্তরে লুকিয়ে থাকা কোনো গভীর রহস্য বারবার প্রশ্ন তোলে। সত্যিই কি সে দীপার যোগ্য সঙ্গী, নাকি তার আচরণের আড়ালে রয়েছে এক অজানা অন্ধকার? দীপা কি পারবে সেই রহস্যের পর্দা উন্মোচন করতে? এই রহস্যময় টানাপোড়েনেই এগিয়ে চলে গল্পের রোমান্টিক আবহ।
অন্যদিকে রয়েছে শ্রাবনী। বিদেশি পরিবেশে বেড়ে ওঠা এই তরুণী জানে না নিজের জন্মপরিচয়। নিজের শিকড়ের সন্ধানে বাংলাদেশে ফিরে আসে সে। তারও একই স্বপ্ন, অবহেলিত শিশুদের জন্য সুন্দর একটি ভবিষ্যৎ। শ্রাবনীর পাশে থাকে স্বপ্নীল, যে তাকে প্রতিটি পদক্ষেপে প্রেরণা দেয়। এই দুই চরিত্রে অভিনয় করেছেন মৌ খান ও ইমতিয়াজ বর্ষণ। শেষ পর্যন্ত দীপা ও শ্রাবনীর স্বপ্ন এক হয়ে যায়। দুই নারী মিলে গড়ে তোলেন মানবতার এক দৃঢ় বন্ধন।
চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, রকি খান, আরজুমান আরা বকুল, শাহেলা আক্তার, মিন্টু সরদার, সঞ্জয় রাজ, ফারজানা মিল্টন এবং একঝাঁক প্রতিভাবান শিশু শিল্পী।
বিজ্ঞাপন

